AB Bank
ঢাকা বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুনরায় আফতাব উদ্দিন সরকার এমপি নির্বাচিত


Ekushey Sangbad
মহিনুল ইসলাম সুজন, ডিমলা, নীলফামারী
০৪:২২ পিএম, ৮ জানুয়ারি, ২০২৪
পুনরায় আফতাব উদ্দিন সরকার এমপি নির্বাচিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য(এমপি)নির্বাচিত হয়েছেন ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

রোববার(৭ জানুয়ারি)সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহনের পর গণনা শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে তিনি ১ লাখ ১৯ হাজার ৯শত ২ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) তছলিম উদ্দিন পেয়েছেন ২৪ হাজার ৬শত ৬১ ভোট।এই আসনে তৃতীয় লিঙ্গের দু‍‍`জনসহ নারী-পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৯৪ জন।ভোট কেন্দ্র ১শত ৫৪টি।এখানে সর্ব মোট প্রদত্ত ভোটার সংখ্যা ১লাখ ৭১ হাজার ১শত ১৯জন।এরমধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ৩হাজার ৪শত ২০টি। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৬শত ৯৯টি।ভোটের দিন শেষে রাতে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ।

উল্লেখ্য:দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।

একুশে সংবাদ/এস কে 

Link copied!