AB Bank
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
চট্টগ্রাম-১৫

গানম্যান চেয়ে আবেদন করলেন নৌকার প্রার্থী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৬:০০ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৩
গানম্যান চেয়ে আবেদন করলেন নৌকার প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছেন। তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর জন্যও গানম্যান চাওয়া হয়েছে।

গতকাল বুধবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে সিইসি বরাবর এ আবেদন জমা দেন তিনি।

আবেদনে নেজামুদ্দিন নদভী লেখেন, ‘আমাকে এবং আমার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীকে প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হচ্ছে। প্রচারণায় অংশ নিতে গিয়ে ইতোমধ্যে একাধিক বার স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি। চরতিতে আমার স্ত্রীর নেতৃত্বে নৌকার প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীদের হামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ২০ জন আহত হয়েছে।’

তিনি লেখেন, ‘এওচিয়ায় নৌকার পক্ষে উঠান বৈঠক চলাকালে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে গুলি বর্ষণ করেছে। সাতকানিয়া সদর ইউনিয়নে প্রচারণায় যাওয়ার সময় চিব্বাড়ি উচ্চ বিদ্যালয় এলাকায় আমার ওপর হামলার চেষ্টা করেছে। এর আগে আমার সমর্থক ব্যবসায়ী রিয়াজ উদ্দিন রিয়াদের বাড়িতে গুলি করা হয়েছে।’

নৌকার এ প্রার্থী লেখেন, ‘নৌকার পক্ষে গণজোয়ার দেখে স্বতন্ত্র প্রার্থী মোতালেব সন্ত্রাসীদের দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। মোতালেবের বহিরাগত সন্ত্রাসীরা এখন এলাকায় অবস্থান করছেন। তিনি বহিরাগত সন্ত্রাসীদের ব্যবহার করে কেন্দ্র দখল করার ষড়যন্ত্র করছেন। বর্তমানে আমার সঙ্গে কোন গানম্যান নেই। ফলে আমি এবং আমার স্ত্রী নিরাপত্তাহীনতায় রয়েছি। এজন্য আমার এবং আমার স্ত্রী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরীর ব্যক্তিগত নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।’

নদভীর করার অভিযোগের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব বলেন, ‘আমরা শুরু থেকেই শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আবু রেজা নদভীর সন্ত্রাসীরা আমার সমর্থক পশ্চিম ঢেমরশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমনের বাড়িতে গুলি বর্ষণ করেছে। মাইক কেড়ে নিচ্ছে, পোস্টার লাগাতে বাধা দিচ্ছে। আমার কোনো লোক তাদের ওপর হামলা করেনি। এগুলো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।’ 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!