AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি


অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন বাজারে শত শত মুরগির দোকান রয়েছে। আর এসব দোকানে পবিত্র রমজান মাসে যত্রতত্র অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুরগি জবাই, ড্রেসিং ও মাংস বিক্রি হচ্ছে। এতে জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।

 

সোমবার (২৭ মার্চ) সরেজমিনে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে মাংস বিক্রির দোকান ঘুরে দেখা গেছে, খোলা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস রেখে বিক্রি করছেন দোকানিরা। কোনো কিছু দিয়ে ঢেকে না রাখা বা সংরক্ষণের ব্যবস্থা না করায় মশা-মাছি বসছে মাংসগুলোতে। আবার খোলা রাখায় রাস্তার ধুলাবালি এসে পড়ছে সেই মাংসে। আর জনসাধারণগণ অনেকে সচেতনতার অভাবে কোনো রকম চিন্তা না করেই সেই এইসব মাংস কিনে নিয়ে যাচ্ছেন। এতে যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, তেমনি বাড়ির অন্যান্যরা বিশেষ করে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

 

এর আগে গত দুইদিন আগে সাংবাদিক আজিজার রহমান পাকেরহাট বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে মুরগির মাংস বিক্রির কিছু ছবি তুলে তার নিজস্ব ফেসবুক আইডিতে "কি খাচ্ছি আমরা? কতটা অস্বাস্থ্যকর পরিবেশ। অথচ দেখার কেউ নেই..! লিখে পোষ্ট করেছেন তার সেই পোস্টের কমেন্ট অনেকেই অনেক মন্তব্য করেছেন এর মধ্যে -দ্বীপ জ্বেলে যাই নামের এক ব্যক্তি লিখেছেন,"শিক্ষা, অর্থনীতি,সংস্কৃতি,নিরাপত্তা ও চিকিৎসা সব দিকেই মনিটরিং করা দরকার"।

 

মোকসেদুল নামে অপর একজন লিখেছেন, "মাঝে মাঝে অভিযান পরিচালানা করে জনগনের সামনে তুলে ধরার দরকার"।

 

এ ছাড়াও খানসামা উপজেলা নামক একটি গ্রুপে দরিদ্র নামে একটি আইডি লিখেছেন, "দেখার কি দরকার তাদের? তারা কসাই কে অর্ডার দিয়ে আস্ত ছাগল একদিনে জবাই করে পিস করে নিয়ে ডিপে রেখে খায়। আমরা গরীব দের জন্যই পঁচা বাসি। তবুও আমরা হাসিখুঁশি,আর তাদের মেজাজ চড়া.স্যার না কইলে কাম সাড়া"।

 

জানা যায়,দেশে ২০০৮-০৯ সালে বার্ড ফ্লু সংক্রমণ নিয়ে হুলুস্থূল পড়ে যায়। তখন সরকার বার্ড ফ্লু নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো নিয়ম করেছিলেন। বার্ড ফ্লু আক্রমণ থেকে বাঁচতে হাতে গ্লাভস ও মুখে মাক্স ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে দোকানিরা এখন আর তা ব্যবহার করেন না। এছাড়া সেই নিয়মও আর মানা হয় না। অথচ বিশেষজ্ঞরা বলছেন, শুধু বার্ড ফ্লু নয়, বর্তমানে যে পরিবেশে যে প্রক্রিয়ায় মুরগি জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে সেখান থেকে নানা ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগ ছড়াতে পারে।  

 

পাকেরহাট বাজারে খালেদ রায়হান নামের এক ব্যক্তি সকালের সময়কে বলেন, ‘খোলা বাজারে মুরগি জবাই করা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। কিন্ত আমরা গরীব মানুষ না বুঝেই সেগুলো ক্রয় করে থাকি। তবে এ ব্যাপারে তো মাংস বিক্রেতা দোকানিগণ সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করতে পারে। তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই ও ড্রেসিং খোলা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস রেখে বিক্রি করলে বার্ডফ্লুসহ নানা ধরনের রোগ জীবাণু ছড়াতে পারে।

 

একুশে সংবাদ/জ.উ.প্রতি/এসএপি

টাইমলাইন

  1. ০৭:০৩ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ উপহারের ঘর পেয়ে আত্মনির্ভরশীল হচ্ছে ঘোড়াঘাটের তৃতীয় লিঙ্গের মানুষ
  2. ০৯:১১ পিএম, ৩ এপ্রিল, ২০২৩ ঘোড়াঘাটে সবুজের মাঝে সূর্যমুখীর হাঁসি
  3. ০৪:২২ পিএম, ২ এপ্রিল, ২০২৩ রাস্তা সংস্কারের অভাবে চলাচলে চরম দুর্ভোগ
  4. ০৪:১৫ পিএম, ৩১ মার্চ, ২০২৩ ঘোড়াঘাটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
  5. ০৪:৩৮ পিএম, ২৮ মার্চ, ২০২৩ ঘোড়াঘাটে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
  6. ০২:৫৬ পিএম, ২৭ মার্চ, ২০২৩ অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি
  7. ০৪:৩১ পিএম, ২৫ মার্চ, ২০২৩ খানসামায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সংরক্ষিত হয়নি গণকবর
  8. ০৮:০০ পিএম, ১৪ মার্চ, ২০২৩ বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে স্বামীকে ফাঁসিয়ে স্ত্রী উধাও
  9. ০৭:৪৬ পিএম, ১৪ মার্চ, ২০২৩ ঘোড়াঘাটে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  10. ০৫:৪০ পিএম, ১৪ মার্চ, ২০২৩ ঘোড়াঘাটে ১৭ ও ২৬ মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  11. ০৭:১৩ পিএম, ১৩ মার্চ, ২০২৩ ঘোড়াঘাটে মাদ্রাসার সুপার অজ্ঞান পার্টির কবলে
  12. ০৪:৪৩ পিএম, ১৩ মার্চ, ২০২৩ ঘোড়াঘাটে বিনা মূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়
  13. ০৩:১৯ পিএম, ১৩ মার্চ, ২০২৩ ঘোড়াঘাটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদ্বোধন
  14. ০২:১৪ পিএম, ১৩ মার্চ, ২০২৩ বাঁশের খাঁচা বানিয়ে চলে জোছনা বেগমের সংসার
Link copied!