AB Bank
ঢাকা বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল একই গ্রামের দুই নাবালিকা


ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল একই গ্রামের দুই নাবালিকা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে দুই নাবালিকা।  নাসিরনগর  উপজেলার গোকর্ণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৈয়ারকুড়ি গ্রামের ঘটনা এটি।

 

জানা গেছে বৃহস্পতিবার (৯ মার্চ) উপজেলার গোকর্ণ  ইউনিয়নের চৈয়ারকুড়ি  গ্রামের বিষ্ণু সরকারের নাবালিকা কন্যা ববিতা সরকার (১৫) এর সাথে হবিগঞ্জ জেলার অরুন সরকারের ছেলে রমন সরকারের বিবাহের দিন ধার্য্য হয়। একই তারিখে পাশের বাড়ির প্রতিবদ্ধী সন্তোষ সূত্রধরের নাবালিকা কন্যা রিয়া সূত্রধর(১৪) এরও  বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল।

 

তবে বুধবার সকালে গোপণ তথ্যের ভিত্তিতে বাল্যবিবাহের সংবাদ পেয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম ১০ নং গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহিন কে বিষয়টি অবগত করে  বিবাহ বন্ধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। পরে চেয়ারম্যানের পরামর্শে  স্থানীয় ইউপি সদস্য শেখ ওয়ালীউল্লাহ  ও স্থানীয়দের সহযোগীতায় পন্ড হয় দুই বিবাহের সকল প্রস্তুতি মূলক কার্যক্রম।

 

তবে অসচেতনতার দরুন চরম অর্থনৈতিক বিপাকে পড়ে ক্ষতিগ্রস্থ হয় নাবালিকাগণের হতদরিদ্র ঋনদায়গ্রস্থ দুই পিতা।

 

এ ব্যাপারে গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহিন বলেন, বাল্যবিবাহ সম্পর্কে আমাদের আরো বেশী সচেতনতার প্রয়োজন, পাশাপাশি  সমাজের সকল শ্রেণির মানুষের  দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!