AB Bank
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০৪:২৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
নওগাঁয় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

নওগাঁয় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন।  

 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলার পত্নীতলায় উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, পত্নীতলা উপজেলার পাহাড়কাটা গ্রামের রাসেল হোসেনের স্ত্রী সানজিদা বিবি (২৬), একই গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী শরিফা খাতুন (৪৫) এবং আমিনাবাদ গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে মিজানুর রহমান (৪৫)। আহতরা হলেন, নিহত সানজিদার শিশু ছেলে সোহান হোসেন (৩), শরিফার ছেলে শামীম রেজা (৩০) এবং মহাদেবপুর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের হাফিজুরের ছেলে আরিফুজ্জামান (১৫)।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ‌‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজিপুর সদর বাজার থেকে তারা  একটি ব্যাটারি চালিত অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। পথে নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি ভ্যানটির সংঘর্ষ হয়। পরে গুরুতর অবস্থায় ভ্যানচালকসহ ৫ যাত্রীকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন।’

 

তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে শরিফা ও মিজানুর রহমানের অবস্থার অবনতি হলে রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তারা মারা যান।’

 

ওসি জানান, ‘শুক্রবার রাতেই সানজিদার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সানজিদার মামা তরিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে বাসের চালক-হেলপারকে গ্রেপ্তার না করা গেলেও বাসটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।’

 

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাসির হায়দার চৌধুরী বলেন, ‘এ ঘটনায় আহত একজন এখনও চিকিৎসাধীন রয়েছেন। আর বাকী দু‍‍`জন আজ সকালে চিকিৎসা নিয়ে চলে গেছেন।’

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!