শুক্রবার (২৭ জানুয়ারি) জুম্মা নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে ধর্ম প্রাণ মুসুল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এসে জড় হতে থাকে। পরে চৌরঙ্গী মোড় থেকে পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে। প্রায় কয়েকশ মুসল্লি এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এসময় বক্তব্য রাখেন সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষিত পরিষদের পঞ্চগড় জেলার শাখার সভাপতি মুফতি আ ন ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল্লাহ প্রমুখ।
একুশে সংবাদ.কম/ডি.হো.বা.প্রতি/সা’দ
আপনার মতামত লিখুন :