AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদ আবু সাঈদের বাড়িতে পাবিপ্রবি উপ-উপাচার্য



শহীদ আবু সাঈদের বাড়িতে পাবিপ্রবি উপ-উপাচার্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম।

‎শনিবার (২৬ এপ্রিল) রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামের বাবনপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এসময় তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পিতা মকবুল হোসেন ও মাতা মনোয়ারা বেগমের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় আবু সাঈদ ফাউন্ডেশনের সম্পাদক আবু হোসেনও উপস্থিত ছিলেন।

‎পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম বলেন, “বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত প্রোগ্রামে আমি মুল বক্তা হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। জুলাই আন্দোলনে আবু সাঈদের শহীদ হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। আবু সাঈদসহ সকল শহীদের প্রাণের বিনিময়ে আমাদের জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত অনুভূতি থেকে গিয়েছি। আবু সাঈদের কবর জিয়ারত করেছি এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছি।”

‎তিনি আরও বলেন, “আবু সাঈদের বাবা-মা অত্যন্ত সহজ সরল এবং অমায়িক মানুষ। সন্তান হারানোর ট্রমা থেকে তাঁরা এখনো পুরোপুরি বের হতে পারেননি। মানসিক ও অর্থনৈতিকভাবে তাঁরা খুব বেশি স্বচ্ছল নন। আমি তাঁদের কাছে আমার জন্য দোয়া চেয়েছি। আল্লাহ শহীদদের পিতা-মাতার দোয়া কবুল করেন।”

একুশে সংবাদ//পাবিপ্রবি.প্র//এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!