AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমতলীতে চিনা বাদামের বাম্পার ফলনে খুশি কৃষক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,বরগুনা
১২:৪৬ পিএম, ১১ মে, ২০২৩
আমতলীতে চিনা বাদামের বাম্পার ফলনে খুশি কৃষক

বরগুনার আমতলী উপজেলায় চলতি মৌসুমে চাষকৃত চিনা বাদামের বাম্পার ফলন হয়েছে। বাজার দামে কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক।

 

উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে, চলতি বছর ৪৫০ হেক্টর জমিতে দেশি ও হাইব্রীড জাতের চিনা বাদাম চাষ হয়েছে।

 

এলাকা ঘুরে দেখা গেছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় বাদামের বাম্পার ফলন হয়েছে। হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামে গিয়ে দেখা যায়, বাদামসহ গাছ তুলে জমিতে শুকাতে দিচ্ছেন।

 

 

ওই গ্রামের বাদাম চাষি মো. পাশা জানান, এলাকার অনেকেই চিনা বাদাম চাষ করছেন। তিনি এবার ২৫ শতক জমিতে চিনা বাদাম চাষ করেছেন। বীজ ক্রয়, হালচাষ, বপন, সার, নিড়ানী, সেচ ও উত্তোলন খরচ হয়েছে অন্তত ৮ হাজার টাকা। ফলনওভাল হয়েছে। বর্তমান বাজার মূল্যে কাঁচা বাদাম ২০০০ টাকা থেকে ৪০০০ টাকা মন বিক্রি হচ্ছে।

 

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম জানান, চিনা বাদামের উৎপত্তি মূলত আমেরিকায়। চিনা বাদাম মানব শরীরের জন্য ব্যাপক উপকারী এবং অর্থকরি ফসল। এটি লেগাম গোত্রের একটি প্রজাতি। উঁচু জমিতে সারা বছর বাদাম চাষ করা যায়। বেলে দো-আঁশ ও এঁটেল-দো আঁশ মাটিতে ভালো ফলন হয়। উপজেলায় এধরণের অনেক জমি আছে। এ বছর আবহাওয়া ভালো ছিলো। যারা চাষ করেছেন তাদের ফলন ভালো হয়েছে। বর্তমানে ভালো বাজার দর পেয়ে চাষিরাওখুশি হয়েছেন। আগামীতে আরো বেশি পরিমাণে বাদাম চাষ হবে বলে আশা রাখি।

 

একুশে সংবাদ/সা.ক.প্র/জাহাঙ্গীর

Link copied!