AB Bank
ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজের অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন


Ekushey Sangbad

০৫:০৩ পিএম, ফেব্রুয়ারি ১৭, ২০২০
লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজের অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

জহির উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ‘সচেতন জনতার একতা, রুখে দিবে অনিয়ম দুর্নীতির ঘন ঘটা’ এ শ্লোগানে সড়ক সংস্কার কাজের অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকালে দত্তপাড়া ইউনিয়নের ওই সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মান্দারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামছুদ্দিন সাজু, আব্দুল ওয়াহেদ মানিকসহ অনেকে।

বক্তারা বলেন, সদর উপজেলার মান্দারী-দত্তপাড়া সড়কের সাড়ে ৫ কিলোমিটার সড়কটির সংস্কার কাজে ১ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

রিপন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার পেয়ে সড়কটির সংস্কার কাজ শুরু করে। সড়কে নিম্নমানের ইট-খোয়া, পাথর ও বিটুমিন ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

ফলে নির্ধারিত সময়ের আগেই সড়কটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। এনিয়ে প্রতিবাদ করলে ঠিকাদার ও তার লোকজন এলাকাবাসীর সঙ্গে অসদাচরণ করেন বলেও জানান স্থানীয়রা। এদিকে এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেও দায়ী করছেন স্থানীয়রা।

এস.জহির //১৭.০২.২০২০

Link copied!