AB Bank
ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে পেট্রোল পাম্পের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন


Ekushey Sangbad

০৩:৩৫ পিএম, মার্চ ৮, ২০১৮
পঞ্চগড়ে পেট্রোল পাম্পের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে খানপুকুর এলাকায় একটি নির্মানাধীন পেট্রোল পাম্পের ছাদ ধসে তিন শ্রমিকের নিহতের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল আলীম খান ওয়ারেশীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়। গত বুধবার (৭ মার্চ) পঞ্চগড় সদর উপজেলার খানপুকুর এলাকায় দুপুরে পেট্রোল পাম্পের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে পঞ্চগড় সদর থারার এসআই কানন সরকার জানান, লাশের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল আলীম খান ওয়ারেশী জানান, ৭ই মার্চ দুপুরে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। ছাদ ধসে চাঁপা পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। আমিসহ ৫সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম আজ বসে ৩দিনের মধ্যে প্রতিবেদন জেলা প্রশাসকের নিকট প্রেরণ করবো। আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. মনোয়ারুল ইসলাম জানান, পেট্রোল পাম্পের দূর্ঘটনায় নিহত তিনজনের আজ ময়নাতন্ত সম্পন্ন করবো। উল্লেখ্য, গতকাল ৭ই মার্চ দুপুরে পঞ্চগড় সদর উপজেলার খানপুকুর এলাকায় নির্মানাধীন একটি পেট্রোল পাম্পের ছাদ ধসে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় বেশ কয়েকজন।       একুশে সংবাদ // এস.ডিজার // ০৮.০৩.২০১৮
Link copied!