AB Bank
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৬ জন এ বছর একুশে পদক পাচ্ছেন


Ekushey Sangbad

০২:১১ পিএম, ফেব্রুয়ারি ১০, ২০১৬
১৬ জন এ বছর একুশে পদক পাচ্ছেন

ঢাকা:  এ বছর ভাষা আন্দোলন, ভাষা ও সাহিত্য, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব অবদানের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ ‘একুশে পদক-২০১৬’ পাচ্ছেন ১৬ জন। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো সহকারী সচিব (প্রশাসন ১) মো. জিয়াউদ্দিন ভূঞা স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বছর ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য চার জনকে একুশে পদক দেয়া হবে। তারা হলেন : বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাঈদ হায়দার, সৈয়দ গোলাম কিবরিয়া (মরণোত্তর) ও ড. জসীম উদ্দিন আহমেদ। শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জনকে একুশে পদক দেয়া হবে। তারা হলেন : টিভি ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য  জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, সঙ্গীতে শাহীন সামাদ, নৃত্যে আমানুল হক ও চিত্রকলায় অবদানের জন্য (মরণোত্তর) কাজী আনোয়ার হোসেনের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ মফিদুল হককে একুশে পদক দেয়া হবে। গবেষণায় এ পদক পাবেন অধ্যাপক ডা. এ বিএম আব্দুল্লাহ্ ও মংছেন চীং মংছিন্। সাংবাদিকতা অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন তোয়াব খান। এ বছর ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিন জনকে একুশে পদক দেয়া হচ্ছে। তারা হলেন : কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক ড. হায়াৎ মামুদ ও কবি হাবীবুল্লাহ সিরাজী। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক  তুলে দেবেন।
Link copied!