AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাজাবাবা ফরিদপুরী ছাহেবের বেছালত দিবস শ্বাশত শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতির তাগিদ


Ekushey Sangbad

০৪:২২ পিএম, নভেম্বর ২০, ২০১৫
খাজাবাবা ফরিদপুরী ছাহেবের বেছালত দিবস শ্বাশত শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতির তাগিদ

কে. এম. রুবেল, ফরিদপুর প্রতিনিধি : শ্বাশত শানিমশ, সৌহার্দ্য ও সম্প্রীতির তাগিদ জানিয়ে বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী ( কু:ছে:আ:) ছাহেবের পবিত্র বেছালত (ওফাত) দিবস উপলক্ষ্যে দু‘দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ বিশ্ব জাকের মঞ্জিলে সম্পন্ন হয়েছে। হিজরী সন মোতাবেক শুক্রবার ৭ সফর বিশ্ব ওলী কেবলাজান ছাহেবের পবিত্র বেছালত দিবস। অত্যন্ত শোকঘন ও বেদনাবিঁধুর অনুষ্ঠানে আজ বাদ জু‘মা বিশ্ব ওলী কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারত করা হয়। এ সময় দেশ ও জাতির সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি , মুসলিম উম্মাহ্র ঐক্য, সংহতি সর্বোপরি বিশ্ব মানবতার শান্তি ও প্রগতি কামনা করা হয়। প্রসঙ্গত : আজ থেকে ১৪ বছর আগে ১৪২৩ হিজরীর ৬ সফর দিবাগত রাত ১ টা ৩৫ মিনিট মোতাবেক ৭ সফর বিশ্ব ওলী কেবলাজান ছাহেব দেশ - বিদেশের কোটি কোটি বিশ্বাসী নারী - পুরুষকে শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তশরীফ নেন। ৭ সফর অনুষ্ঠানে শরীক হতে সারা দেশ থেকে লাখো শান্তিকামী নারী-পুরুষ সমবেত হন বিশ্ব জাকের মঞ্জিলে। বিশ্ব ওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব অনুষ্ঠানে বিশেষ নসিহত দান করেন।এ দিকে, আজ দেশব্যাপী ও বহির্বিশ্বে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনসমুহের উদ্যোগে ঘরে ঘরে অত্যন্ত ভাব-গম্ভীর ও শোকঘন আবহে ধর্মীয় নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের পবিত্র বেছালত দিবস স্মরণ করছে।দু‘দিনের অনুষ্ঠানমালায় ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী , তেলাওয়াতে কালামে পাক , দফায় দফায় মিলাদ মাহ্ফিল ও বিশেষ মুনাজাত, মোরাকাবা মোশাহেদা ও জেকের আসকার ও ওযাজ নসিহত অনুষ্ঠিত হয়। একুশে সংবাদ ডটকম//এম এম//২০-১১-২০১৫
Link copied!