AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাতির প্রেম!


Ekushey Sangbad

১২:৫০ পিএম, মার্চ ১৭, ২০১৫
হাতির প্রেম!

একুশে সংবাদ : কোনো ঘন অরণ্য নয়-নগরের জণাকীর্ণ এক পর্যটন স্পট। সেখানে এক কিশোরী হাতিকে জড়িয়ে ধরে প্রেম নিবেদন করছে এক কিশোর হাতি। ঘটনা দেখে তো থ ক্যামেরাম্যান জ্যাকুইস মাথিসেন। মুহূর্তেই তিনি এ বিরল দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। হৃদয়ে ঝড় তোলা এ ছবিটি তিনি তুলেছেন দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের কারিয়েগা গেইম রিজার্ভ থেকে। z20ryzo3 এ ছবি প্রকাশের পর অনেকেই অবাক হয়ে গেছেন। হাতিরাও তাহলে মানুষের মত প্রেম নিবেদন করে- নিজের প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করে! কারিয়েগা গেইম রিজার্ভের মত জনাকীর্ণ টুরিস্ট স্পটে প্রায় ৩০টি হাতি তাদের সঙ্গীদের জড়িয়ে ধরে ঘুরে বেড়াচ্ছিল। দর্শণার্থীদের উপস্থিতি তাদের মোটেও সন্ত্রস্ত করতে পারেনি। ওই রিজার্ভের মাইনে করা ফটোগ্রাফার হচ্ছেন জ্যাকুইস। ঘটনার দিন তিনি দেখেন দুটি কমবয়সী হাতি নিজেদের মধ্যে খেলা করছে। হঠাৎ করে খেলা থামিয়ে তারা শুঁড় দিয়ে পরস্পরকে জড়িয়ে ধরে। মনে হচ্ছিল , যেন তারা দুজন দুজনকে চুমু খেতে চাচ্ছে। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান জ্যাকুইস। তবে শাটার টিপতে একটুও ভুল করেননি জ্যাকুইস। ৩৭ বছরের ওই ফটোগ্রাফার এ সম্পর্কে বলেছেন,‘সেদিন হাতির দলটি বেশ মুডে ছিল। পুরুষ হাতিগুলো নারী হতিগুলোর প্রতি নিজেদের অনুরাগ প্রকাশ করছিল।আমরা দূরে দাঁড়িয়ে সে দৃশ্য উপভোগ করছিলাম।এমন সময় দেখি ওই অল্পবয়সী হাতি দুটোও প্রেম করতে শুরু করেছে। ওদের বয়স বড়জোর আট হবে।’ ওদের কাণ্ড দেখে তিনি প্রথমে ভেবেছিলেন, হাতির বাচ্চা দুটো বুঝি নিজেদের মধ্যে ঝগড়া করছে। প্রথমে ওদের একজন অন্যজনের চারপাশে কয়েক মিনিট ধরে ঘুরতে থাকে। এরপর ওরা মাথা দিয়ে ঢুঁ মারতে থাকে। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। পরস্পরকে শুঁড় দিয়ে কাছে টেনে মুখে মুখ লাগিয়ে প্রেম নিবেদন করতে শুরু করে। তখন দ্রুত শাটার টেপেন জ্যাকুইস। তিনি এ মুহূর্তকে ‘লাভিং মুমেন্ট’ হিসেবে বর্ণনা করে বলেছেন,‘এ ছবি তুলতে পেরে আমি ভীষণ খুশি। এ দেখে আমরা বুঝতে পারি প্রেমের বিষয়ে একটি প্রাপ্তবয়স্ক হাতি কতটা আগ্রাসী এবং বিপজ্জনক হতে পারে। যদিও পোষা প্রাণী হিসেবে এরা নিতান্তই নিরীহ আর বন্ধুত্বসুলভ।’ একুশে সংবাদ ডটকম/আর/১৭-০৩-০১৫:
Link copied!