AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এয়ার ইন্ডিয়ার বিমানে জঙ্গিহানার শঙ্কা, বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি


Ekushey Sangbad

০৬:২৭ এএম, অক্টোবর ২৫, ২০১৪
এয়ার ইন্ডিয়ার বিমানে জঙ্গিহানার শঙ্কা, বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি

একুশে সংবাদ : শুক্রবার অথবা শনিবারের উড়ান ধরতে চাইলে চোখ কান রাখুন খোলা l কারণ এয়ার ইন্ডিয়ার বিমানে হয়ত আপনার সহযাত্রী হতে পারে দুই আত্মঘাতী জঙ্গি l চোখ কপালে ওঠার মতই ঘটনা l কারণ ব্যুরো অফ সিভিল এভিয়েশনে পক্ষ থেকে আহমেদাবাদ ও মুম্বইসহ দেশের সবকটি বিমানবন্দরে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা l গোয়েন্দাসুত্রে খবর, দুই আত্মঘাতী জঙ্গি বোমাসমেত শনিবার এয়ার ইন্ডিয়ার যেকোনো উড়ানে ওঠার চেষ্টা করবে l এই খবরেই নড়েচড়ে বসেছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন l দিল্লির হেডকোয়ার্টার থেকে চিঠি পাঠিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে l অসামরিক বিমানচলাচল সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আহমেদাবাদ-মুম্বই ও মুম্বই-কোচির উড়ানকেই বেছে নিতে পারে জঙ্গিরা l ২৪ তারিখ মধ্যরাত বা ২৫ তারিখের আহমেদাবাদ-মুম্বই এবং ২৫ তারিখের ভোর পাঁচটার মুম্বই-কোচির বিমানে পৃথকভাবে উঠবে দুই আত্মঘাতী জঙ্গি l সতর্কবার্তা পাওয়ার পরই বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা l এনএসজির বিশেষ দলকে নামানো হয়েছে l আপত্কালীন সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বিমানবন্দরগুলিতে l গুজরাতি ক্যালেন্ডার অনুযায়ী ২৪ অক্টোবর নববর্ষ এবং ২৫ অক্টোবর ভাইফোঁটা l সকলেই উত্সবের আবহে গা ভাসাবেন l স্বাভাবিকভাবেই নিরাপত্তার ঢিলেমির সুযোগ নিয়ে বড় নাশকতার ছক কষেছে সন্ত্রাসবাদীরা l একুশে সংবাদ ডটকম/আর/২৫-১০-০১৪:
Link copied!