AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একুশে সংবাদ: ৯০০ কোটি টাকায় পূর্বাচলে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স


Ekushey Sangbad

১১:২৫ এএম, আগস্ট ২৪, ২০১৬
একুশে সংবাদ: ৯০০ কোটি টাকায় পূর্বাচলে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স

প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে পূর্বাচলে আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ কমপ্লেক্সে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম, আউটার স্টেডিয়াম, সুইমিংপুল, মাল্টিজিম, মসজিদ, ফুডকোর্ট, নেট প্র্যাকটিস উইকেট ও ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ড থাকবে। প্রায় ৩৭ একর জমির ওপর প্রস্তাবিত ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে জমি বরাদ্দের জন্য চিঠি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাজউকের বরাদ্দপত্র হাতে পেলেই কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পর উন্মুক্ত করে দেয়া হবে শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। কক্সবাজারের রামুতেও এক লাখ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আন্তর্জাতিকমানের স্টেডিয়াম তৈরির নীতিগত সিদ্ধান্ত রয়েছে মন্ত্রণালয়ের। শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে ছয়টি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। সরকার মনে করছে, শেরেবাংলা স্টেডিয়াম ফুটবলের জন্য তৈরি হয়েছিল। রাজনৈতিক কারণে ওই স্টেডিয়ামটি সংস্কার করে ক্রিকেট উপযোগী করা হয়। বঙ্গবন্ধু স্টেডিয়াম ক্রিকেটের জন্য তৈরি হলেও তাতে ফুটবল খেলা চালানো হচ্ছে। এসব দিক বিবেচনা করে পূর্বাচল নতুন শহরে একটি আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক নম্বর সেক্টরে জাতীয় স্পোর্টস কমপ্লেক্সের জন্য নির্ধারিত ৩৭ একর জমিতে এ ক্রিকেট স্টেডিয়াম নির্মিত হবে। যার দর্শক ধারণক্ষমতা হবে কমপক্ষে ৩০ হাজার। কুড়িল ফ্লাইওভার পার হওয়ার পর ৩০০ ফুট হাইওয়ের পাশেই এ স্টেডিয়াম তৈরি হবে। স্টেডিয়ামের কাছেই ইকো পার্ক ও বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা বরাদ্দ আছে। রাজউক থেকে পূর্বাচল শহরের ম্যাপ সংগ্রহ করে জাতীয় ক্রীড়া পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদের কর্মকর্তারা একাধিকবার পূর্বাচলে প্রস্তাবিত জমি পরিদর্শন করেছেন। এরই মধ্যে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল (ডিপিপি) তৈরি করেছে ক্রীড়া পরিষদ। ডিপিপিতে জমি অধিগ্রহণ ও উন্নয়ন বাবদ ৩৬৪ কোটি টাকা ধরা হয়েছে। পাঁচতলা প্যাভিলিয়ন বিল্ডিং নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি টাকা। মিডিয়া সেন্টার নির্মাণে খরচ হবে ১৪ কোটি। দর্শক গ্যালারি তৈরিতে খরচ ধরা হয়েছে দেড়শ’ কোটি টাকা। কমপ্লেক্সের মধ্যকার চলাচল রাস্তা, লাইট ও কার পার্কিং নির্মাণে খরচ হবে ৯ কোটি। টিউবুলার সিস্টেমের আটটি ফ্লাডলাইট দিয়ে স্টেডিয়ামে আলোর ব্যবস্থা করা হবে। এজন্য খরচ হবে ৩২ কোটি। এলইডি স্কোর বোর্ড সিসিটিভিসহ আনুষঙ্গিক খাতে খরচ দেখানো হয়েছে ১৭ কোটি টাকা। ২০০০ কিলো ভল্টের সাব স্টেশন এবং এক হাজার কিলো ভল্টের জেনারেটর থাকবে কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য। এ খাতে খরচ হবে ১২ কোটি টাকা। ২৬ কোটি টাকা খরচ করে গ্যালারিতে দর্শক চেয়ার বসানো হবে। তিনতলা মসজিদ নির্মাণ করা হবে মুসল্লিদের নামাজের সুবিধার্থে। ১৮ কোটি টাকা ব্যয়ে চারতলা মাল্টিজিম নির্মাণ করবে জাতীয় ক্রীড়া পরিষদ। স্টেডিয়ামের বাইরে ৩৭ কোটি টাকা খরচ করে আউটার স্টেডিয়াম তৈরি করা হবে। এখানে ক্রিকেট একাডেমির পাঁচতলা বিল্ডিং থাকবে। শুধু তাই নয়, সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিকমানের সুইমিংপুলও থাকছে পূর্বাচলের এ ক্রিকেট কমপ্লেক্সে। খেলোয়াড়দের অনুশীলনের জন্য নেট প্র্যাকটিস গ্রাউন্ডে ফ্লাডলাইটেরও ব্যবস্থা থাকছে। এ প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা পূর্বাচলে ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের জন্য অনেকটা কাজ এগিয়েছি। এখন অপেক্ষা করছি রাজউকের বরাদ্দপত্রের জন্য। বরাদ্দপত্র পেলেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা কমিশনে ডিপিপি পাঠানো হবে।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, ‘শুধু আন্তর্জাতিকমানেরই নয়, পূর্বাচলে ক্রিকেট কমপ্লেক্সকে দৃষ্টিনন্দন ও আগামী একশ’ বছরের উপযোগী করে তৈরি করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। প্রয়োজনে বিদেশী বিষেশজ্ঞদের সাহায্যে এর নকশাও তৈরি করা হবে।’ এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পূর্বাচল শহরে প্রবেশমুখে বালু নদীর তীরে প্রস্তাবিত ক্রিকেট কমপ্লেক্স বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে নামকরণ করার জন্য ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা সরকারের কাছে আবেদন জানাবেন।       একুশে সংবাদ ডটকম   //  এম  //  ২৪.০৮.১৬    
Link copied!