AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যন্ত্রণায় কাতর ‘ট্রি-ম্যান’ (ছবি)


Ekushey Sangbad

০৭:৪৮ পিএম, জানুয়ারি ৩১, ২০১৬
যন্ত্রণায় কাতর ‘ট্রি-ম্যান’ (ছবি)

ঢাকা: বছর দশেক আগে খুলনার পাইকগাছার বাসিন্দা আবুল হোসেনের গায়ে এক ধরনের আঁচিল ওঠে। সেই আঁচিল তার দেহে এমনভাবে ছড়িয়ে পড়েছে দেখলে মনে হবে হাত পায়ের মধ্য থেকে গাছের শেকড় গজিয়েছে। k1 শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হলে চিকিৎসকরা জানান, এটি বিরল এক ধরনের রোগ, যার নাম ‘ট্রি-ম্যান’। আর রোগের কারণে ইতিমধ্যে আবুল হোসেনকেও আখ্যা দেয়া হয়েছে ‘ট্রি-ম্যান’ নামে। 2016_01_31_19_13_43_BafPKQ4P7r24HEqz4uweJOAEnU1NbT_original আবুল হোসেন জানান, প্রায় দশ বছর আগে তার শরীরে আঁচিল উঠতে থাকে। তখন সে হোমিওপ্যাথি ওষুধ সেবন করে। সে সময় ভ্যানগাড়ি চালাতো আবুল হোসেন। পরে আঁচিলগুলো বাড়তে থাকলে সে চিকিৎসকের শরণাপন্ন হয় এবং কিছু ওষুধ নিয়মিত খেতে থাকেন। পরে সে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে জানানো হয়, তার শরীরে অস্ত্রপচার করতে হবে। k3 পৃথিবীতে বাংলাদেশসহ এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজনকে এ রোগে আক্রান্ত হতে দেখা গেছে। এর মধ্যে ইন্দোনেশিয়ায়, রোমানিয়ায় এবং সর্বশেষ এই বাংলাদেশে এটি দেখা গেলো।k4 এ রোগের জন্য দায়ী প্যাপিলোমা ভাইরাস মানুষের শরীরে একশ উপায়ে আক্রমণ করতে পারে। এর মধ্যে ৩০ শতাংশই যৌনাঙ্গে আক্রমণ করে থাকে। সব ধরনের এইচপিভি ভাইরাসের কারণে শরীরে আঁচিল হতে পারে। k5 এদিকে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে গত ১০ বছরে আবুল হোসেনের দরিদ্র পরিবারটি নিঃস্ব হয়েছে অনেক আগেই। এখন আবুলের মায়ের একমাত্র চাওয়া সুস্থ হয়ে বেঁচে থাকুক তার ছেলে।
Link copied!