AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:০৯ এএম, ৮ জুন, ২০২৪

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে নবম টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। যেখানে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা লঙ্কানদের বিপক্ষে জয় পেতে মরিয়া টাইগাররা। অবশ্য ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফিরতে চাইবে ওয়ানিন্দু হাসারাঙ্গার দলও।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে বাংলাদেশ ও শ্রীলংকা ম্যাচ। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টি-টোয়েন্টি কিংবা এই ফরম্যাটের বিশ্বকাপ, দুই পরিসংখ্যানেই এগিয়ে আছে লঙ্কানরা।এখন পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ১৬ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১১টি ম্যাচেই শ্রীলঙ্কা জয় পেয়েছে, বিপরীতে টাইগারদের জয় মাত্র ৫টিতে। এ ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে দল দুটির দেখা হয় দুইবার। দুটিতেই শেষ হাসি হেসেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসরা।

সাম্প্রতিক পরিসংখ্যানও কথা বলছে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কুশল মেন্ডিসদের পক্ষে। চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা। এ ছাড়া লঙ্কানরা বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের চারটিতেই জিতেছে।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।


শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মাহিশ থিকসানা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা।

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!