AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:২২ পিএম, ৩০ মে, ২০২৪
ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি

ক্রীড়াঙ্গনে ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। আইসিসির ইভেন্ট ব্যতীত চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মুখোমুখি লড়াই দেখা যায় না। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে তাদের লড়াই দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা।

আসন্ন টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আগামী ৯ জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে। গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করতে কয়েকগুণ বেশি টাকায় ম্যাচের টিকিট সংগ্রহ করেছে সমর্থকেরা। তবে এর আগে স্টেডিয়ামটিতে হামলার হুমকি দেওয়া হয়েছে।

বিশ্বকাপের এ ম্যাচে জঙ্গি হামলার জঙ্গি সংগঠন প্রো-আইএসআইএস গ্রুপ। জানা গেছে, হুমকি পাওয়ার পরপরই সতর্ক নিউইয়র্ক পুলিশ।

এ নিয়ে নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার বলেন, ‘একটি ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনের পক্ষ থেকে ‘লোন উলফ’ হামলার হুমকি দেওয়া হয়েছে। যেখানে এত বড় একটা ম্যাচ এবং প্রচুর দর্শক আসবেন, সেখানে কোনও কিছুই হালকাভাবে নেয়া যায় না।’

রাউডার আরো জানান, ‘এ ধরনের হুমকি প্রথম নয়। এর আগে চলতি বছর এপ্রিলে আরেক জঙ্গি সংগঠন আইএস-খোরাসান একই রকম হামলার হুমকি দিচ্ছে। তবে কোথায় বা কী ধরনের হামলা করা হবে সে বিষয়ে পরিষ্কার তথ্য ছিল না।’

ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে শহরের নিরাপত্তা বৃদ্ধি করতে স্টেট পুলিশকে নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আলাদা করে মানুষের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় তৈরি হয়নি। তবে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। সবার সুরক্ষা নিশ্চিত করতে আমরা সব ব্যবস্থা গ্রহণ করব।’


একুশে সংবাদ/এস কে

Link copied!