২০২৪ সালের এই স্মার্ট বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া।

এই খেলার পেছনে একটা লম্বা ইতিহাসও রয়েছে। যারা এই খেলায় নতুন পা রাখতে চলেছ, তাদের কিছু নিয়ম জানা দরকার। অধিকাংশ ক্রিকেট সমর্থকদের কাছেই এসব নিয়ম একেবারে অজানা নয়। আসুন জেনে নিই তেমনই একটা নিয়মের কথা-
দ্য ক্যাপ রুল :

দ্য ক্যাপ রুল। ‘টুপি আইন’। এই নিয়ম অনুসারে, কোনো বল হাওয়া থেকে নামার সময় ফিল্ডারের টুপি কিংবা পোশাকে স্পর্শ করতে পারবে না।

সোজা হাতের তালুর মধ্যেই জমা করতে হবে। ক্যাচ ধরার আগে হাতের তালু ছাড়া অন্য কোনো জায়গায় যদি বল লাগে, তাহলে সেটাকে মাটি বলে গণ্য করে হবে এবং ক্যাচটা ধার্য করা হবে না। সঙ্গে ব্যাটসম্যানও কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন, কারণ তাকে আউট দেওয়া হবে না।
একুশে সংবাদ/এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

