AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দেশকে নিয়ে বাজি ধরলেন অ্যাম্ব্রোস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২৭ পিএম, ১৮ মে, ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দেশকে নিয়ে বাজি ধরলেন অ্যাম্ব্রোস

তৃতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সামর্থ্য ওয়েস্ট ইন্ডিজের আছে বলে বিশ্বাস করেন দেশটির সাবেক পেসার কর্টলি আ্যাম্ব্রোস। ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আশাবাদি আ্যাম্ব্রোস বরেন, রোভম্যান পাওয়েলের নেতৃত্বে গত  কয়েকটি সিরিজে ক্যারিবিয়দের  পারফরমেন্সের কারনে তার মনে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য প্রস্তুত বর্তমান দলটি। 

২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলকে নতুনভাবে ঢেলে সাজায় ক্যারিবীয়রা। রোভম্যান পাওয়েলের কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয়।

গেল বছর তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলে, সবগুলোতেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের মত দলকে হারায় তারা। এজন্য আসন্ন টি-টোয়েন্টি বিশ^কাপে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে স্বপ্ন দেখছেন আ্যাম্ব্রোস।

ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-টোয়েন্টি বিশ^কাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। সেখানকার নতুন নির্মিত নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনে অনুষ্ঠানে আ্যাম্ব্রোস বলেন, ‘আমাদের খুবই ভালো একটি দল আছে। আমরা যখন এখানে কথা বলছি, তখন   টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অ্যান্টিগায় ক্যাম্প করে নিজেদের প্রস্তুত করছে তারা (ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা)।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, ছেলেরা ধারাবাহিক ও স্মার্ট ক্রিকেট খেলতে পারলে আমরা ট্রফি জিততে পারবো।’

ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে দু’বার টি-টোয়েন্টি বিশ^কাপের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলো ক্যারিবীয়রা। এমনকি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। সঙ্গত কারণেই  আ্যাম্ব্রোসের  ভবিষ্যদ্বাণীকে সত্যি করতে হলে আইসিসি ইভেন্টে বাজে পারফরমেন্সের বৃত্ত ভাঙ্গতে হবে ক্যারিবীয়দের। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য কাজটি সহজ হবে না বলেও স্বীকার করেন আ্যাম্ব্রোস।

ক্যারিবিয়ান পেস বোলিং গ্রেট আ্যাম্ব্রোস  বলেন, ‘এটা সহজ হবে না। কিন্তু দুই দেশের(ইংল্যান্ডসহ) মধ্যে আমরা একটি দল, যারা দু’বার শিরোপাটি জিতেছি। আমরা ট্রফি জয়ের সংখ্যাটা তিন-এ নিয়ে যাবার চেষ্টা করবো। এছাড়া ঘরের মাঠে এখন পর্যন্ত কোন দল শিরোপা জিততে পারেনি। এ সবকিছুই  ছেলেদের ভালো করার জন্য অনুপ্রেরণা দিবে এবং আশা করি, তারা করতে পারবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে থাকা অনেক ক্রিকেটারের খেলাই পছন্দ আ্যাম্ব্রোসের। তাদের কাছ থেকে ভালো খেলা দেখার জন্য মুখিয়ে আছেন তিনি, ‘অনেক ক্রিকেটারকেই আমার ভালো লাগে। তাদের ভালো খেলা দেখার জন্য মুখিয়ে আছি। গর্বিত অ্যান্টিগাবাসী ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় হিসেবে আমি চাই ওয়েস্ট ইন্ডিজ ট্রফি জয় করুক।’

তিনি আরও বলেন, ‘কাজটা সহজ হবে না। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি দলেরই অন্য যেকোন দলকে হারানোর সমান সুযোগ থাকে। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের ধরন। রোমাঞ্চকর এক টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমি ওয়েস্ট ইন্ডিজকেই সমর্থন করবো।’

‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি ও উগান্ডা। আগামী ২ জুন পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ক্যারিবিয়রা।

 

একুশে সংবাদ/এস কে  

 


 

 

Link copied!