AB Bank
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এই ভুল নিজেদের শোধরাতে হবে: হার্দিক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩৮ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪
এই ভুল নিজেদের শোধরাতে হবে: হার্দিক

সোমবার ২২ এপ্রিল, আইপিএল ২০২৪-এর ৩৮ তম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হারের ফলে বেশ চাপে রয়েছে হার্দিকের দল।   

৮ ম্যাচে এটি এমআইয়ের পঞ্চম পরাজয়। দলের ক্রমাগত অধঃপতনের কারণে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা এই হারের জন্য হার্দিক পান্ডিয়ার অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই বলেছেন, পান্ডিয়ার বেশকিছু সিদ্ধান্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্যা বাড়িয়েছে। টুর্নামেন্টে এই টানা পরাজয়ের পর, এমআইয়ের প্লে-অফের সম্ভাবনাও কমছে।

খারাপ সময়টা যেন হার্দিক পান্ডিয়া ও মুম্বাই ইন্ডিয়ান্সের কিছুতেই কাটছে না। রাজস্থানের বিরুদ্ধে ম্য়াচ হেরে সেটাই জানালেন হার্দিক পান্ডিয়া। ম্যাচের পরে হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমরা শুরুতেই সমস্যায় পড়েছিলাম। তিলক ও নেহাল যেভাবে ব্যাটিং করেছে- সেটা ছিল অসাধারণ। আমি মনে করি না যে আমরা যখন প্রথম দিকে কয়েকটি উইকেট হারিয়ে ফেলি তখন আমরা ভেবেছিলাম যে আমরা ১৮০ রান ছুঁতে পারব। আমরা ভালো শেষ করতে পারিনি এবং সেই কারণে আমরা ১০-১৫ রান কম ছিলাম।’

এরপরে নিজেদের ভুল স্বীকার করে হার্দিক বলেন, ‘খেলার শুরুতে পাওয়ারপ্লেতে আমরা অনেক ওয়াইড করি, আমি মনে করি না যে এটি আমাদের সেরা দিন ছিল। সামগ্রিকভাবে, আমরা সঠিক ভাবে খেলতে পারিনি এবং শেষ পর্যন্ত তারা আমাদেরকে টপকে গিয়েছে।’ এরপরে তিনি দলের ক্রিকেটাদের নিয়ে বলেন, ‘খেলার পরে, খেলোয়াড়দের কাছে যাওয়াটা সঠিক সময় নয়, সবাই পেশাদার, তারা তাদের ভূমিকা জানে। আমরা যা করতে পারি তা হ‍‍`ল এই গেমটি থেকে শিখতে পারি এবং আমরা যা ভুল করেছি, তা সংশোধন করতে পারি এবং নিশ্চিত করতে হবে যে আমরা যেন এই ভুল আর না করি।’  

দলের ভবিষ্যত পরিকল্পনার কথা বলতে গিয়ে হার্দিক পান্ডিয়া বলেন, ‘এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের ভুলগুলিকে মেনে নিতে হবে এবং সম্ভবত সেগুলি নিয়ে কাজ করতে হবে। আমি চিপ অ্যান্ড চপ এ খুব একটা বেশি বিশ্বাস করি না। আমি খেলোয়াড়দের সমর্থন করতে পছন্দ করি এবং ভালো ক্রিকেট খেলায় আমি সর্বদা ফোকাস করি। আমাদের পরিকল্পনায় লেগে থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা মৌলিক ত্রুটিগুলি না করি। ক্রিকেট সহজ, যতক্ষণ আমরা এটাকে সহজ রাখি, এটা চমৎকার।’


একুশে সংবাদ/এস কে   

Link copied!