AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপকে সামনে রেখে ৩৯ ক্রিকেটার নিয়ে হবে ফিটনেস পরীক্ষা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:০৪ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪
বিশ্বকাপকে সামনে রেখে ৩৯ ক্রিকেটার নিয়ে হবে ফিটনেস পরীক্ষা

ঈদের ছুটি শেষে আবারও বিসিবিতে ব্যস্ততা শুরু হয়েছে। কিছুদিন পরই শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ, এরপর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই আসরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করতে হচ্ছে জাতীয় দলের নির্বাচকদের।  

২১ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের। ২২ এপ্রিল থেকে ডিপিএলের সুপার লিগ পর্ব শুরু হলেও জাতীয় দলের ক্রিকেটারদের সবগুলো ম্যাচে অংশ নেয়ার সম্ভাবনা কম।

জিম্বাবুয়ে সিরিজের চেয়েও নির্বাচকরা এখন বেশি মনোযোগী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। বিসিবির নতুন ট্রেনার নাথান কেইলির চাওয়ায় এবার ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হবে একটু অন্যভাবে। জানা গেছে, ক্রিকেটারদের দৌড়াতে হবে অ্যাথলেটিকস ট্র্যাকে, দিতে হবে শারীরিক নানা ধরনের ফিটনেস পরীক্ষা। ইয়ো ইয়ো টেস্টও দিতে হবে ক্রিকেটারদের।

বিসিবির নতুন অস্ট্রেলিয়ান ট্রেনার ক্রিকেটারদের ১৬০০ মিটারের রানিং টেস্ট নিতে চান। যদিও এই পরীক্ষাটি কোন স্টেডিয়ামে নেয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। ট্রেনারদের সভা শেষে সেটি চূড়ান্ত হতে পারে। অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড় শেষ হলেই একই দিনে মিরপুরের ইনডোরে হবে বাকি শারীরিক ফিটনেস টেস্ট। জিম্বাবুয়ে সিরিজের আগে ২-৩ দিনের একটা ছোট্ট অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনাও আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের।

উল্লেখ্য, ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম তিন ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে। জিম্বাবুয়ে সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই বাংলাদেশ দলের শুরু হয়ে যাবে বিশ্বকাপের ব্যস্ততা।


একুশে সংবাদ/এস কে

Link copied!