AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় গর্বের: সাকিব


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:২৩ পিএম, ২৮ মার্চ, ২০২৪
দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় গর্বের: সাকিব

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ।যেখানে প্রথম টেস্টে ছিলেন না সাকিব আল হাসান। তবে চট্টগ্রাম টেস্টে দলে ফিরছেন তিনি।প্রায় এক বছর পর টেস্টে ফিরছেন সাকিব। লম্বা সময় পর ক্রিকেটের এই সংস্করণে ফিরলেও ব্যক্তিগত কোনো লক্ষ্য নির্ধারণ করেননি তিনি।  

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সবসময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, গর্বিত।’

শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজ হাতছাড়া হলেও ওয়ানডে শিরোপা ঘরে তুলেছে স্বাগতিক বাংলাদেশ। তবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ জয়ের সম্ভাবনা উবে গেছে। স্বাভাবিকভাবেই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টিম টাইগার্সের। তাই সাকিবের ধ্যানজ্ঞানও এখন দলীয় সাফল্যে।

টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, ‘আশা তো সবসময় করি যেন জিতি। টেস্ট ক্রিকেটে আমরা সবসময় স্ট্রাগল করি। আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি যে শ্রীলংকার সাথে আমাদের অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

শ্রীলংকা সিরিজ দিয়ে পূর্ণকালীন অধিনায়কত্ব শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বগুণ নিয়ে সাকিব বলেন, ‘খুবই তাড়াতাড়ি হয়ে যায় (অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করা)। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন অধিনায়ক হবে।’

প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ম্যাচটি মাঠে গড়াবে চট্টগ্রামে। সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী লঙ্কানরা।

একুশে সংবাদ/এস কে

Link copied!