AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অনন্য কীর্তি গড়লেন সাকিব


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:৫১ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অনন্য কীর্তি গড়লেন সাকিব

ক্রিকেটের স্বীকৃত টি-২০তে ব্যাট হাতে নতুন কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। এই সংস্করণে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের ঘরে প্রবেশ করেছেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার।

চলমান বিপিএলে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়ছে রংপুর রাইডার্স। যেখানে আগে ব্যাট করছে রংপুর। ইনিংসে তিন নম্বরে ব্যাট করতে নেমে সাত হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।

এ মাইলফলক স্পর্শ করতে সাকিবকে খেলতে হয়েছে ৩৮৭টি ইনিংস। শনিবার চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার আগে তার প্রয়োজন ছিল মাত্র ৮ রান।

এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন সাকিব। তাতে ৩৮৭ ইনিংসে ২১ এর ওপর গড়ে এ সংস্করণে তার রান দাঁড়িয়েছে ৭০১৯।

টি-২০তে বাংলাদেশিদের মধ্যে সবার আগে সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তামিম ইকবাল। ২৫৪ ইনিংসে ৩১.৯৭ গড়ে তার রান ৭৩৮৬।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বাকিরা আছেন বেশ দূরে। টি-২০তে রান সংগ্রাহকের তালিকায় তামিম-সাকিবের পেছনে থাকা মুশফিকুর রহিম এখনো ৬ হাজার রানের ঘরেই প্রবেশ করতে পারেননি। ২৪৬ ইনিংসে ২৯.৫৭ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৫৬১৯ রান। ২৮০ ইনিংসে ২৪.৮৯ গড়ে মাহমুদউল্লাহ রিয়াদের রান ৫৫৭৬।


একুশে সংবাদ/এস কে 

Link copied!