AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ভারতীয়দের আধিপত্য


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:২০ পিএম, ২২ জানুয়ারি, ২০২৪
আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ভারতীয়দের আধিপত্য

বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষনা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরমধ্যে সর্বোচ্চ চারজন খেলোয়াড় আছে ভারতের। দ্বিতীয় সর্বোচ্চ দু’জন আছে জিম্বাবুয়ের। একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতের সূর্যকুমার যাদবকে।

অস্ট্রেলিয়া-পাকিস্তানের কেউ না থাকলেও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের একজন করে খেলোয়াড় একাদশে সুযোগ পেয়েছেন। চমক হিসেবে আইসিসি সহযোগি সদস্য দেশ উগান্ডার আলপেশ রামজানির সুযোগ হয়েছে। গত বছর টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচে ৫৫ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি ছিলেন তিনি। ব্যাট হাতে ২৮ গড়ে ৪৪৯ রানও করেছেন রামজানি।

রামজানির অসাধারণ নৈপুন্যে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে উগান্ডা।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও বর্ষসেরা একাদশে জিম্বাবুয়ের দুই ক্রিকেটার সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভার সুযোগ হয়েছে।

অধিনায়ক সূর্যসহ ভারতের অন্য তিন খেলোয়াড় হলেন- যশ^সী জয়সওয়াল, রবি বিষ্ণোই ও আর্শদীপ সিং।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ : সূর্যকুমার যাদব (ভারত, অধিনায়ক), যশস্বী জসওয়াল (ভারত), ফিল সল্ট (ইংল্যান্ড), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ, উইকেটরক্ষক), মার্ক চাপম্যান (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), আলপেশ রামজানি (উগান্ডা), মার্ক অ্যাডায়ার (আয়ারল্যান্ড), রবি বিষ্ণোই (ভারত), রিচার্ড এনগারাভা (জিম্বাবুয়ে), আর্শদীপ সিং (ভারত)।

একুশে সংবাদ/এস কে 

Link copied!