AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছয় সপ্তাহের জন্য ছিটকে গেলেন নিউক্যাসলের জোলিনটন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৪১ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৪
ছয় সপ্তাহের জন্য ছিটকে গেলেন নিউক্যাসলের জোলিনটন

উরুর ইনজুরির কারনে অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন নিউক্যাসল মিডফিল্ডার জোলিনটন। গত সপ্তাহে এফএ কাপে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি ইনজুরিতে আক্রান্ত হন। ম্যাচটিতে নিউক্যাসল ৩-০ গোলে জয়ী হয়েছে।

তার অনুপস্থিতি এবারের মৌসুমে বর্তমানে নবম স্থানে থাকা সংগ্রামরত  নিউক্যাসলের যাত্রাকে আরো কঠিন করে তুললো। প্রিমিয়ার লিগে শীর্ষ চারে টিকে থাকাই এখন নিউক্যাসলের জন্য কষ্টকর হয়ে গেছে। এ সম্পর্কে নিউক্যাসল বস এডি হাউ বলেছেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে তার সুস্থ হয়ে ওঠার কোন সম্ভাবনা নেই, প্রাথমিক ভাবে এটাই ধারনা করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে অন্তত ছয় সপ্তাহের আগে সে মাঠে ফিরতে পারবে না। বিষয়টা খুবই হতাশা। আমাদের জন্য অনেক বড় একটি দু:সংবাদ। সে আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। মৌসুমের শুরুটাও তার ভাল হয়েছিল। দূর্ভাগ্যবশত: তাকে মাঠের বাইরে চলে যেতে হলো। গত মৌসুমের তুলনায় এবার জোলিনটন অনেক ধারাবাহিক ছিল। তার উরুর পেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ধরনের স্থানে ইনজুরি সাধারণত বিপদজনক হয়। নির্দিষ্ট করে সুস্থতার কথাও অনেকসময় বলা যায়না।’

নিউক্যাসলের ইনজুরি সমস্যা কাটিয়ে উঠতে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে জোলিনটনের পরিবর্তে দলে আসতে পারে বোর্নমাউথ স্ট্রাইকার ডোমিনি সোলাঙ্কে। কিন্তু নিউক্যাসল প্রধান নির্বাহী ড্যারেন ইলেস এ সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন দল শক্তিশালী করার আগে ক্লাবের মালিকানা পরিবর্তণ হতে পারে।

২০২৩ সালের অর্থ বছরের পর ম্যাগপাইরা জানিয়েছিল ৭৩.৪ মিলিয়ন পাউন্ড কর দেবার পর তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীণ হয়েছে। নিউক্যাসল বস বলেন, ‘এটা আমার জন্য একটি হতাশা খবর। কারন আমি ডোমিনিক সোলাঙ্কেকে পছন্দ করি। আমি তাকে অত্যন্ত উঁচু মানের একজন খেলোয়াড় মনে করি। কিন্তু এই মুহূর্তে তার মানের একজন খেলোয়াড় চুক্তিবদ্ধ করার মতো  অবস্থানে  আমরা নেই।’

স্থায়ীভাবে চুক্তি না করে ধারে নেবার সম্ভাবনার বিষয়ে হাউ বলেন, ‘আমি নিশ্চিত নই, এই সময়ে অনেক ক্লাবই হয়তো আমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিবে। ধারের চুক্তিগুলোতে অন্য ক্লাবকেও এগিয়ে আসতে হবে। সে কারনে এই বিষয়টি নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না।’

 

একুশে সংবাদ/এস কে
 

Link copied!