AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিতীয় স্তরের দল মিডলসবরোর কাছে হারলো চেলসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫৬ পিএম, ১০ জানুয়ারি, ২০২৪
দ্বিতীয় স্তরের দল মিডলসবরোর কাছে হারলো চেলসি

মানের বিচারে, দুই দলের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, অন্যদিকে ইংলিশ লিগের দ্বিতীয় স্তরের দল মিডলসবরো।  দ্বিতীয় স্তরের ক্লাবটির পুরো স্কোয়াডের দাম ৬ কোটি পাউন্ডের বেশি নয়, অন্যদিকে চেলসির স্কোয়াডের দাম প্রায় ১০০ কোটি পাউন্ড।  লিগ কাপ সেমিফাইনালে ৬ কোটি পাউন্ডের মিডলসবরোর কাছেই পরাজয়ের স্বাদ পেয়েছে চেলসি।  দ্বিতীয় স্তরের ক্লাবটি ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইপিএলের ক্লাবটিকে।

মঙ্গলবার রাতে লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে মিডলসবরোর মাঠে নেমেছিল চেলসি। যেখানে দ্বিতীয় স্তরের লিগের দলটির কাছে ১-০ ব্যবধানে হেরেছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।


লিগ কাপে সবশেষ ১৯৯৯ সালে নিচু স্তরের কোনো দলের কাছে হেরেছিল চেলসি। সেবার হাডার্সফিল্ডের কাছে লজ্জা পেয়েছিল ‘ব্লুজ’রা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৫ সালের পর নিচু স্তরের লিগের দলের কাছে ইংলিশ ক্লাবটির এটি প্রথম হার।


আরো অবাক করা বিষয় হলো, মিডলসবরো এই ম্যাচে মাঠে নামার আগে মূল দলের ১২জন খেলোয়াড়কে পায়নি। এরপরও জয় তুলে নিতে পেরেছে মাইকেল ক্যারিকের দল।


রিভারসাইড পার্কে অনুষ্ঠিত এ ম্যাচের ৩৭ মিনিটেই স্বাগতিকদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন হেইডেন হ্যাকনি। তবে শুধু হ্যাকনি নয়, জয়ের কৃতিত্ব দিতে হবে মিডলসবরো গোলকিপার টম গ্লোভারকেও। ‘ব্লুজ’দের বেশ কিছু আক্রমণ রুখে দেন এই অস্ট্রেলিয়ান।


চেলসির হয়ে প্রথমার্ধে গোলের দারুণ দুটি সুযোগ নষ্ট করেন কোল পালমার। ম্যাচের দুই অর্ধ মিলিয়ে মোট ১৮ বার গোলের সুযোগ নষ্ট করা চেলসি এ ম্যাচের হারের জন্য শুধু নিজেদেরই দুষতে পারে।


হারের পর নিজেদের ভুল স্বীকার করে চেলসি কোচ মরিসিও পচেত্তিনো বলেন, ‘আমরা প্রথমার্ধে কিছু ভুল করেছি, গোলের সুযোগ করে দিয়েছি। তারা আক্রমণাত্মক হয়ে ওঠার পর এবং খুব গভীর থেকে ব্লকিং করায় রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। তবে এখনো হাতে ৯০ মিনিট আছে।’


আগামী ২৩ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে লিগ কাপের ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল।

একুশে সংবাদ/এস কে 

Link copied!