AB Bank
ঢাকা শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৩০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

শান্ত-তাইজুলদের নৈশভোজের আমন্ত্রণ জানালেন পাপন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪০ পিএম, ৪ ডিসেম্বর, ২০২৩
শান্ত-তাইজুলদের নৈশভোজের আমন্ত্রণ জানালেন পাপন

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। এ জয়ে সিরিজটিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

আগামী ৬ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সেই ম্যাচের প্রস্তুতি নিতে সোমবার মিরপুরের ইনডোর মাঠে অনুশীলনও শুরু করেছেন নাজমুল হোসেন শান্তরা।      

মিরপুর টেস্টে মাঠে নামার আগে খেলোয়াড়দের উদ্দীপনা বাড়াতে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নৈশভোজের আয়োজন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে কিউইদের বিপক্ষে জয় পাওয়ায় খেলোয়াড় ও বোর্ড পরিচালকদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি বস।

বিশ্বকাপের পর অবশ্য শান্ত-মিরাজদের সঙ্গে বসা হয়নি পাপনের। সব মিলিয়ে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও বলা চলে এটি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে জানিয়েছেন, সিলেট টেস্ট জেতায় খেলোয়াড়দের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি।

নিজেদের মাঠে টেস্ট সিরিজের পর ফিরতি সিরিজে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। কিন্তু সেই সফরে বাংলাদেশ দলের স্পিন ও পেস বোলিং কোচের দায়িত্বে কারা থাকবেন, সে ব্যাপারটিও অস্পষ্ট।

আগামী ৩১ ডিসেম্বর ফিল্ডিং কোচ শন ম্যাকডারমটের চুক্তির মেয়াদও শেষ হবে। সব মিলিয়ে নতুন কোচ নিয়োগের আলোচনাও হতে পারে বোর্ড পরিচালকদের মধ্যে।

এক বোর্ড পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, কোচিং স্টাফের ব্যাপারগুলো সেখানে গেলে আলোচনা করলে বুঝতে পারব (নিউজিল্যান্ড সফরে কারা থাকবেন স্পিন ও পেস বোলিং কোচ)।


একুশে সংবাদ/এস কে 

Link copied!