AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোন অঙ্কে সেমিতে যেতে পারে পাকিস্তান!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২৮ পিএম, ১১ নভেম্বর, ২০২৩
কোন অঙ্কে সেমিতে যেতে পারে পাকিস্তান!

কার্যত অসম্ভব কাজ। তারপরও আশা ছাড়ছে না পাকিস্তান। বাবর আজমদের আশা, শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অভাবনীয় কিছু হবে। আর তাঁরা নিউজিল্যান্ডকে ছাপিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাবেন।

তবে মুখে সেই কথাটা বললেও আদতে নেট রানরেটের নিরিখে কিউয়িদের টপকে যাওয়ার কাজটা যে কতটা কঠিন, তা সম্ভবত ভালোভাবেই জানেন বাবররা। কারণ শনিবার শুধু ইংল্যান্ডকে হারালেই তো হবে না, সেমিফাইনালের শেষ স্থানের টিকিট পেতে পাকিস্তানকে বিশাল বড় ব্যবধানে জিততে হবে। যেমন - পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে ৩০০ রান তোলে, তাহলে ইংল্যান্ডকে ১৩ রানের মধ্যে গুটিয়ে দিতে হবে বাবরদের। সেই পরিস্থিতিতে একটা বিষয় স্পষ্ট যে পাকিস্তান যদি সত্যি-সত্যি সেমিফাইনালে ওঠে, তাহলে ইতিহাস তৈরি হবে ইডেন গার্ডেন্সে।

এমনিতে ইতিমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে তিনটি  দল - ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। চতুর্থ দল কে হবে, সেটা নিয়ে লড়াইয়ে চলছে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের। আপাতত ন‍‍`টি ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। আর আটটি ম্যচে পাকিস্তানের ঝুলিতে আট পয়েন্ট আছে। শনিবার ইংল্যান্ডকে হারালেই ১০ পয়েন্টে পৌঁছে যাবে পাকিস্তান।
সেক্ষেত্রে চতুর্থ দল কারা হবে, তা নির্ধারিত হবে নেট রানরেটের ভিত্তিতে। আর সেটার নিরিখে অনেকটা এগিয়ে আছে নিউজিল্যান্ড। কিউয়িদের নেট রানরেট যেখানে +০.৭৪৩, সেখানে পাকিস্তানের আটকে আছে +০.০৩৬-তে। অর্থাৎ ইংল্যান্ডকে শুধু হারালেই হবে না, বিশাল বড় ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে, যাতে কিউয়িদের নেট রানরেট ছাপিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যেতে পারে। নাহলে দেশে ফেরার বিমান ধরতে হবে বাবর, শাহিন শাহ আফ্রিদিদের।

প্রথমে ব্যাট করলে পাকিস্তানের জয়ের ব্যবধান কত হতে হবে?
১) ধরা যাক, শনিবার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নামল পাকিস্তান। তুলল ৪৫০ রান। তাহলে ইংল্যান্ডের ইনিস ১৬১ রানের মধ্যে গুটিয়ে দিতে হবে।

২) শনিবার ইডেনে প্রথমে ব্যাট করে ৪০০ রান করল পাকিস্তান। সেক্ষেত্রে ইংল্যান্ডকে ১১২ রানে আটকে দিতে হবে।

৩) ইডেনে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫০ রান তুললেন বাবর আজমরা। তাহলে ইংরেজদের ৬২ রানের মধ্যে আটকে রাখতে হবে।

৪) প্রথম ব্যাট করতে নেমে ৩০০ রান করল পাকিস্তান। তাহলে ইংল্যান্ডকে ১৩ রানের বেশি তুলতে দিতে পারবেন না শাহিনরা।

প্রথমে ইংল্যান্ড ব্যাট করলে পাকিস্তানকে কত ওভারের মধ্যে জিততে হবে?
১) প্রথমে ব্যাট করতে নেমে ২০ রান করল ইংল্যান্ড। ১.৩ ওভারের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে পাকিস্তানকে।

২) প্রথমে ব্যাট করে ৫০ রান তুলল ইংল্যান্ড। তাহলে পাকিস্তানকে দু‍‍`ওভারের মধ্যে সেই রান তাড়া করতে হবে।

৩) প্রথমে ব্যাট করল ইংল্যান্ড। করল ১০০ রান। ২.৫ ওভারের মধ্যে সেই রান তুলে ফেলতে হবে পাকিস্তানকে।

৪) ইডেনে প্রথমে ব্যাট করল ইংল্যান্ড। করল ১৫০ রান। তাহলে পাকিস্তানকে ৩.৪ ওভারের মধ্যে জিততে হবে।

৫) প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলল ২০০ রান। সামনে ২০১ রানের লক্ষ্যমাত্রা থাকলে ৪.৩ ওভারের মধ্যে সেই রানটা তুলে ফেলতে হবে পাকিস্তানকে।

৬) কলকাতায় ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩০০ রান তুলল ইংল্যান্ড। ৩০১ রানের লক্ষ্যমাত্রা দিল। তাহলে ওই রান তোলার জন্য ৬.১ ওভার (৩৭ বল) পাবে পাকিস্তান।
একুশে সংবাদ/এস কে 

Link copied!