AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বায়ূ দূষনের কারণে ভারত বিশ্বকাপে নিষিদ্ধ আতশবাজি প্রদর্শনী


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪৫ পিএম, ২ নভেম্বর, ২০২৩
বায়ূ  দূষনের  কারণে ভারত বিশ্বকাপে নিষিদ্ধ আতশবাজি প্রদর্শনী

বিপজ্জনক বায়ূ দূষণের মাত্রার  কারণে মুম্বাই এবং নয়াদিল্লিতে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে আতশবাজি নিষিদ্ধ  করেছে  ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ সেখানে শ্রীলংকার মুখোমুখি হয়েছে  টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত থাকা ভারত। এই ম্যাচে জয় পেলেই ভারতীয়দের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে।

 

এমন এক অবস্থানের পরও ভারতের বানিজ্যিক রাজধানীতে  বায়ূ   দূষনের কারণে এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে স্বাগতিক ক্রিকেট বোর্ড। গতকাল এক বিবিৃতিতে বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ বলেন,‘ পরিবেশগত উদ্বেগের বিষয়ে সংবেদনশীল বিসিসিআই। যে কারণে মুম্বাইয়ে এমন কোন আতশবাজির প্রদর্শনী করা হবে না যেটি দুষনের মাত্রা বাড়াতে পারে। বিষয়টি আমি আইসিসির কাছে (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) আনুষ্ঠানিক ভাবেও উপস্থাপন করেছি।’  

 

বিবৃতিতে তিনি আরো বলেন,‘ মুম্বাই ও নয়াদিল্লির  বায়ূ দূষনের মাত্রা সম্পর্কে বিসিসিআই অবহিত আছে। আমরা যথার্থ  বিশ্বকাপ আয়োজন করার চেষ্টা করছি। আমরা আমাদের সমস্ত অংশিদারদের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আমাদের প্রতিশ্রুতিতে অবিচল থাকব।’

 

ভারতের ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী গতকাল দলটি স্থানীয় সময় সাড়ে ছয়টায় যখন অনুশীলন শুরু করেছিল তখন বাতাস ছিল খুবই ‘দুর্বল’। এটি একটি র‌্যাঙ্কিং যা সতর্ক করে যে ‘দীর্ঘক্ষন এক্সপোজারে বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট হতে পারে’। এর সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাবও রয়েছে। মুম্বাইতে (দুষনের) ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত সীমার চার গুণ বেশি।

 

এদিকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা গতকাল বলেছেন,‘ আমি মনে করি একটি আদর্শ বিশ্বে আপনি এমন পরিস্থিতি চান না। তবে আমি নিশ্চিত যে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। সবাই জানে এটা (দূষন) আদর্শ নয়। আমরা তাকিয়ে আছি যাতে আমাদের ভবিষ্যত প্রজন্ম, আপনার ও আমার বাচ্চাদের দিকে, তারা যেন কোন শংকা ছাড়াই জীবনধারণ করতে পারে।’
 

একুশে সংবাদ/স ক 

Link copied!