AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এখনো বিচলিত হবার মত কোন পরিস্থিতি তৈরী হয়নি ম্যাথু মট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২৩ পিএম, ১৮ অক্টোবর, ২০২৩
এখনো বিচলিত হবার মত কোন পরিস্থিতি তৈরী হয়নি ম্যাথু মট

টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে মরিয়া হয়ে আছে ইংল্যান্ড। আর সে লক্ষ্য পূরণে তারা এতটাই মরিয়া যে প্রথম তিন ম্যাচে অনেক ক্ষেত্রে নিজেদের স্বাভাবিক খেলার বাইরে গিয়ে ঝুঁকি নিতে কার্পণ্য করেনি। আর এই একই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছেন দলীয় কোচ ম্যাথু মট। ইংল্যান্ডের এই কোচের বিশ্বাস এ সপ্তাহে মুম্বাইয়ে খেলোয়াড়দের পরিবারের আগমনের কারনে পুরো দলের মধ্যে বাড়তি এক অনুপ্রেরণা কাজ করবে।

 

সাদা বলে ইংল্যান্ডের প্রত্যাবর্তনের ঘটনা একটু ভিন্ন। স্বাভাবিক কৌশলের বাইরে খেলতে গিয়ে ২০১৫ বিশ্বকাপে তারা একটু আগে ভাগেই বিদায় নিয়েছিল। ঐ আসরে ব্যাট হাতে ইংল্যান্ড বেশ আগ্রাসী ভূমিকায় খেলতে চেয়েছিল। আর সেটাই এবারের আসরের প্রথম তিন ম্যাচে দেখা গেছে। আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে রোববারের পরাজয়ের ম্যাচটিতে বেশীরভাগ ব্যাটারই রক্ষনাত্মক খেলতে গিয়ে আউট হয়েছেন।

 

এ সম্পর্কে মট বলেছেন, ‘আমি মনে করি খেলোয়াড়রা এর সাথে মানিয়ে নিয়েছে। কিন্তু শুরু থেকে আমরা শট খেলতে ব্যর্থ হচ্ছি। মূল বিষয় হচ্ছে কিছুটা হলেও প্রতিটি ম্যাচে আমাদের মধ্যে পিছিয়ে থাকার একটি মানসিকতা দেখা যাচ্ছে। তবে এখনো বিচলিত হবার মত কোন ঘটনা ঘটেনি। কিন্তু যে প্রত্যাশা নিয়ে ভারতে এসেছি সেটার প্রতি স্থির থেকে প্রতিটি ম্যাচে কৌশল অবলম্বন করতে হবে। কারন বিশ্বকাপে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আফগানদের বিপক্ষে হারের পর যে ধরনের আবেগ আমি ড্রেসিং রুমে দেখেছি তা খুবই হতাশার। তাদের সবার মাথা নীচু হয়ে গিয়েছিল। আমাদের এখন খেলোয়াড়দের উজ্জীবিত করে তুলতে হবে, এটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের মত আমাদের ফিরে আসতে হবে। বিশ্বকাপে প্রতিটি ম্যাচে জয় পাওয়া মোটেই সহজ নয়। এক ম্যাচে হারের পরেই দলের উপর চাপ নেমে আসে। কিন্তু আমাদের সামনে ভাল সুযোগ আছে। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে যেকোন দলকে হারানো সম্ভব। আবারো জয়ের ধারায় ফিরতে পারলে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়াটা সহজ হয়।’

 

তার দলের বেশ কিছু খেলোয়াড়ের ৫০ ওভার ক্রিকেটে ছন্দ ফিরে পেতে বেগ পেতে হচ্ছে স্বীকার করেছেন মট। কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন এই ফর্মেটের প্রতি প্রতিটি খেলোয়াড়েরই ভালবাসা আছে। এ সম্পর্কে মট বলেন, ‘প্রতিটি খেলোয়াড়ই বিশ্বকাপে খেলা দারুন পছন্দ করে। আমাদের দলের একটাই কৌশল, বড় ধরনের কোন ভুল করা যাবে না। কারন তারা জানে ওয়াডে বিশ্বকাপ বারবার আসেনা। একজন খেলোয়াড়ের জন্য যে কারনে বিশ্বকাপে খেলাটা সত্যিই গুরুত্বপূর্ণ।’

 

আগামীকাল থেকে আবারো অনুশীলনে নামবে ইংল্যান্ড। ইতোমধ্যেই বেশ কিছু খেলোয়াড়ের স্ত্রী ও সন্তানেরা মুম্বাইয়ে এসে পৌঁছেছেন। মট বলেন, ‘এই ধরনের পরাজয়ের পর বেশীরভাগ দলই সরাসরি পরের দিন অনুশীলনে নেমে যায়। কিন্তু মাঝে মাঝে এই ধরনের দিনের পর লম্বা একটি বিশ্রামের প্রয়োজন রয়েছে। একটি দিন খারাপ হতেই পারে। কিন্তু বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে। এই মুহূর্তে অনেকের পরিবারই এখানে এসেছে। খেলোয়াড়রা এতে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে। খেলোয়াড়দের এই ধরনের সুযোগ দিতে পেরে আমরাও খুশী।’

 

আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে দলে বড় কোন পরিবর্তনের কোন সুযোগ নেই বলেই ইঙ্গিত দিয়েছেন মট, ‘আমরা সবসময়ই ধীর স্থিরভাবে চিন্তা করেই  পরিবর্তনে আগ্রহী। এ কারনে একটি বিষয় নিশ্চিত করতে পারি দলে বড় কোন পরিবর্তন আসছে না। মাত্র দুটি বাজে পারফরমেন্সের কারনে আমরা কাউকে ছুঁড়ে ফেলতে পারিনা।’

 

এবারের টুর্ণামেন্টে ক্রিস ওকস এ পর্যন্ত ১৩৫ রানে মাত্র ২ উইকেট দখল করেছেন। এ নিয়ে সমালোচনাও কম শুনতে হচ্ছেনা। যদিও মট তার পক্ষ নিয়েই কথা বলেছেন, ‘আমি নিশ্চিত এই ধরনের টুর্ণামেন্টে খেলাটাই কঠিন। বিশেষ করে পাওয়ারপ্লেতে বোলাররা দারুন চাপে থাকে। আন্তর্জাতিক ক্রিকেটের সবসময়ই চাপা থাকে। এখানো লুকানোর কিছু নেই। বাজে পারফর্ম করলে তা সবাই দেখতে পায়। তার মত বোলারের দলে প্রয়োজন আছে।’

একুশে সংবাদ/স ক 

Link copied!