AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এগিয়ে অস্ট্রেলিয়া


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১৪ পিএম, ১১ অক্টোবর, ২০২৩
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এগিয়ে অস্ট্রেলিয়া

ওয়ানডে বিশ্বকাপ মঞ্চে আগামীকাল মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে লড়াই নামবে অস্ট্রেলিয়া।

 

ওয়ানডে বিশ্বকাপের আগের ১২ আসরে সর্বমোট পাঁচবার দেখা হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। এরমধ্যে তিনবার জয় পায় অসিরা। একবার জিতে প্রোটিয়ারা। বাকী ১টি ম্যাচ টাই হয়।

 

১৯৯৯ সালে বিশ্বকাপে প্রথম দেখা হয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে অসিরা। এরপর সেমিফাইনালের ম্যাচটি টাই হয়। টাই হলেও, রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে উঠে শিরোাপা জিতে নেয় অস্ট্রেলিয়া।

 

এরপর ২০০৭  বিশ্বকাপে আবারও দু’বার দেখা হয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। ঐ দুই ম্যাচেই জয় পায় অসিরা। গ্রুপ পর্বের ম্যাচে ৮৩ রানে এবং সেমিফাইনালে ৭ উইকেটে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া। ২০০৭ আসরের শিরোপা জয় করে অস্ট্রেলিয়া।

 

২০১৯ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে দেখা হয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপের মঞ্চে ঐ আসরেই অসিদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নেয় প্রোটিয়ারা। ১০ রানে ম্যাচ জিতে তারা।

 

এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৮ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার জয় ৫০টিতে ও দক্ষিণ আফ্রিকার জয় ৫৪টিতে। ৩টি ম্যাচ টাই ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

 

সর্বশেষ দশ লড়াইয়ে জয়ের পাল্লা ভারী দক্ষিণ আফ্রিকার। ৮টিতে জয় আছে প্রোটিয়াদের।  

 

শেষ ১০ লড়াই :

১১-১১-২০১৮ : দক্ষিণ আফ্রিকা ৪০ রানে জয়ী, হোবার্ট

০৬-০৭-২০১৯ : দক্ষিণ আফ্রিকা ১০ রানে জয়ী, ম্যানচেস্টার

২৯-০২-২০২০ : দক্ষিণ আফ্রিকা ৭৪ রানে জয়ী, পার্ল

০৪-০৩-২০২০ : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী, বøুমফন্টেইন

০৭-০৩-২০২০ : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী, পচেফস্ট্রুম

০৭-০৯-২০২৩ : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী, বøুমফন্টেইন

০৯-০৯-২০২৩ : অস্ট্রেলিয়া ১২৩ রানে জয়ী, বøুমফন্টেইন

১২-০৯-২০২৩ : দক্ষিণ আফ্রিকা ১১১ রানে জয়ী, পচেফস্ট্রুম

১৫-০৯-২০২৩ : দক্ষিণ আফ্রিকা ১৬৪ রানে জয়ী, সেঞ্চুরিয়ন

১৭-০৯-২০২৩ : দক্ষিণ আফ্রিকা ১২২ রানে জয়ী, জোহানেসবার্গ

সব মিলিয়ে এখন পর্যন্ত ১০৮ ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়া জয় : ৫০টিতে

দক্ষিণ আফ্রিকা জয়ী : ৫৪টিতে

টাই : ৩টি

পরিত্যক্ত : ১টি
 

একুশে সংবাদ/স ক 

Link copied!