AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৩এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪০ পিএম, ৮ অক্টোবর, ২০২৩
এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৩এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বেঙ্গল গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ০৯-১৩ অক্টোবর ২০২৩ পর্যন্ত ‘এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৩’ শুভ উদ্বোধনী অনুষ্ঠান ০৮ অক্টোবর ২০২৩ বিকাল ৪:০০ টায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

 

 বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এর চেয়ারম্যান, বেঙ্গল গ্রুপের ভাইস-চেয়ারম্যান, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সভাপতি ও সাবেক সভাপতি এফবিসিসিআই জনাব মো: জসিম উদ্দিন বেলুন এবং কবুতর উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

 এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব মো: জসিম উদ্দিন, জনাব নেয়াজ আহমেদ, জনাব মো: মাসুদ করিম, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর জনাব মাহবুব মোর্শেদ শামীম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, নির্বাহী সদস্য জনাব ইমরান আহমেদ, জনাব আহম্মেদ জিয়াউর রহমান, জনাব মো: শিরিন আক্তার মিসেস শিরিন আক্তার, বেঙ্গল কামার্শিয়াল ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চীফ বিজনেস অফিসার জনাব আওলাদ হোসেনপ্রতিনিধি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মো: সাইফুল ইসলাম ও  বেঙ্গল গ্রুপ এর প্রতিনিধি ট্রেড মার্কেটিং ও আউটডোর ব্যবস্থাপক জনাব শামিম মিয়া উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য প্রতিযোগিতায় ৬টি দেশ হতে ২৮ জন বালক ও ১৪ জন বালিকা খেলোয়াড়সহ মোট ৪২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। তন্মধ্যে বাংলাদেশ (বালক ২২ জন, বালিকা ১১ জন), হংকং (বালিকা ১ জন), ভারত (বালক ৪ জন), সৌদি আরব (বালক ১জন), আমেরিকা (বালক ১ জন), শ্রীলংকা (বালিকা ২ জন) খেলোয়াড়। ভারতের হুয়াইট ব্যাজ রেফারী জনাব প্রবিন কুমার নায়েক টুর্নামেন্টে রেফারী হিসেবে দায়িত্ব পালন করছেন।  

 

বালক বিভাগে প্রতিযোগিতার প্রথম সিড মো: তানভির মুন তুষার (বাংলাদেশ) এটিএফ র‌্যাংকিং : ১৪৬ এবং বালিকা বিভাগে প্রথম সিড চিও ওয়ান নিনা ওয়াং (হংকং) এটিএফ র‌্যাংকিং: ৫৮। প্রতিযোগিতার খেলাসমূহ নক-আউট প্লেসমেন্ট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ফলে খেলা শেষে প্রত্যেক খেলোয়াড় নিজ নিজ অবস্থান অনুযায়ী এটিএফ অনূর্ধ্ব-১৪ বছরের র‌্যাংকিং পয়েন্ট অর্জন করবে। প্রতিযোগিতায় বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈত ইভেন্ট অন্তর্ভূক্ত থাকবে। প্রতিযোগিতার এককের চ্যম্পিয়ন খেলোয়াড় এটিএফ ২০০ পয়েন্ট, রানার-আপ খেলোয়াড় এটিএফ ১৩৩ পয়েন্ট অর্জন করবে। এছাড়াও অন্যান্য খেলোয়াড় নিজ নিজ অবস্থান অনুযায়ী এটিএফ র‌্যাংকিং পয়েন্ট অর্জন করবে। 

 

একুশে সংবাদ/স ক 

Link copied!