AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলংকার পরিসংখ্যান


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:০৮ পিএম, ৩০ আগস্ট, ২০২৩
ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলংকার পরিসংখ্যান

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে  আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৫১ বার মুখোমুখি হয়েছে এই দু’দল। এরমধ্যে শ্রীলংকার জয় ৪০টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকী দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

 

আগামীকাল ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ফরম্যাটে ৫২তমবারের মত মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার পরিসংখ্যানের দিকে চোখ বুলানো যাক।

 

সবচেয়ে বেশি রান (বাংলাদেশ) : শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। ৩৩ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ১০২০ রান করেছেন তিনি।

 

সবচেয়ে বেশি রান (শ্রীলংকা) : বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার হয়ে সবচেয়ে বেশি রান করেছেন কুমার সাঙ্গাকারা। ৩১ ম্যাচে ৫টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ১২০৬ রান করেছেন তিনি।

 

সবচেয়ে বেশি উইকেট (বাংলাদেশ) : শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সেরা বোলার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২২ ম্যাচে ২৬ উইকেট শিকার করেছেন তিনি।

 

সবচেয়ে বেশি উইকেট (শ্রীলংকা) : বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ১৭ ইনিংসে ৩১ উইকেট শিকার করেছেন তিনি।

 

শ্রীলংকার বিপক্ষে দলীয় সর্বোচ্চ রান (বাংলাদেশ) : ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৪ রান, ভেন্যু- ডাম্বুলা, ২০১৭

বাংলাদেশের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রান (শ্রীলংকা) : ৫০ ওভারে ৯ উইকেটে ৩৫৭ রান, ভেন্যু- লাহোর, ২০০৮

শ্রীলংকার বিপক্ষে দলীয় সর্বনি¤œ রান (বাংলাদেশ) : ৩০.১ ওভারে ১০ উইকেটে ৭৬ রান, ভেন্যু- কলম্বো, ২০০২

বাংলাদেশের বিপক্ষে দলীয় সর্বনি¤œ রান (শ্রীলংকা) : ৩৫.২ ওভারে ১০ উইকেটে ১২৪ রান, ভেন্যু-দুবাই, ২০১৮

শ্রীলংকার বিপক্ষে বড় জয় (বাংলাদেশ/রান বিবেচনায়) : ১৬৩ রানে, ভেন্যু- মিরপুর, ২০১৮

বাংলাদেশের বিপক্ষে বড় জয় (শ্রীলংকা/রান বিবেচনায়) : ১৯৮ রানে, ভেন্যু- পোর্ট অব স্পেন, ২০০৭

 

একুশে সংবাদ/স ক  
 

Link copied!