AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এম্পোলির কাছে হেরে গেল দশ জনের ইন্টার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫৯ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৩
এম্পোলির কাছে হেরে গেল দশ জনের ইন্টার

এম্পোলির কাছে হেরে সিরি এ’ লিগে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিতের সুযোগ হাতছাড়া করল ইন্টার মিলান। গতকাল এম্পোলির হোম গ্রাউন্ড স্তাদিও জিউসেপ মেজায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরে গেছে ইন্টার।

 

এর আগে এম্পোলির বিপক্ষে সর্বশেষ নয় ম্যাচের সবকটিতেই জিতেছিল  ইন্টার। এরই ধারাবাহিকতায় লিগ তালিকার তৃতীয় অবস্থানে থাকা ক্লাবটির নগর প্রতিপক্ষ এসি মিলানকে টপকে দ্বিতীয় অবস্থানে পৌঁছানোর সুযোগ থাকলেও সেটি বাঁধাগ্রস্থ হয় বিরতিতে যাবার মাত্র ৫ মিনিট আগে দ্বিতীয় দফা হলুদ কার্ড (লাল কার্ড) দেখে ইন্টার তারকা স্ক্রিনিয়ারের বিদায় নেয়ায়।

 

ম্যাচের ২৫তম মিনিটে বিপজ্জনকভাবে প্রতিপক্ষের খেলোয়াড়কে প্রতিহত করার কারণে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন পিএসজিতে পাড়ি জমানোর প্রস্তুতি নিতে যাওয়া স্লোভাকিয়ার ওই ডিফেন্ডার। দশ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচের ৬৬তম মিনিটে একমাত্র গোলটি হজম করে ইন্টার মিলান। নেদিম বাজরামির যোগান থেকে বল পেয়ে বাঁ পায়ের জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন ১৯ বছর বয়সি টোমাসো বালদানজি।

 

এরপর গোলটি পরিশোধের জন্য সিমোন ইনজাগির দলের হয়ে প্রাণপন লড়ে গেছেন এডিন জেকো ও রোমেলু লুকাকু। বেশ কয়েকবার গোলের সুযোগও সৃস্টি করেছিলেন তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফলে সপ্তাহখানেক আগে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়ে ইতালীয় সুপার কাপ বিজয়ী ইন্টার মিলানের জন্য কঠিন হয়ে গেছে স্কুদেত্তো জয়।

 

এই পরাজয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ইন্টার। তাদের চেয়ে এক পয়েন্ট বেশী নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে এসি মিলান।

 

বোলনিয়া ও ক্রেমোনিসের মধ্যে সোমবার অনুষ্ঠিত লিগের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।


একুশে সংবাদ/ সম 

Link copied!