চিকিৎসা শেষে দেশে ফেরার উদ্দেশ্যে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার (৫ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেক রহমানের বাসা থেকে একটি প্রাইভেট গাড়িযোগে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। হিথ্রোতে পৌঁছানোর পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত অবস্থায় অপেক্ষা করছে।
স্থানীয় সময় বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে নিয়ে কাতার হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে। আগামীকাল (৬ মে) সকাল ১০টার দিকে এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।
খালেদা জিয়ার বিদায়ের মুহূর্তে হিথ্রো বিমানবন্দরে তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। একইভাবে ঢাকায়ও বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানাতে দলীয়ভাবে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের পক্ষ থেকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে নেত্রীকে বরণ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান বেগম খালেদা জিয়া। দীর্ঘ চার মাস পর আবার সেই বাহনেই দেশে ফিরছেন তিনি।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :