চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্য রেখে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা ডিসেম্বরকে কেন্দ্র করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’
জানুয়ারি মাসের মাঝামাঝি নিড অ্যাসেসমেন্ট টিম এসেছিল উল্লেখ করে ইসি আবুল ফজল বলেন, ভোটার তালিকা, শিক্ষাসহ, নানা বিষয়ে তারা সহায়তা দিতে আগ্রহী। নির্বাচনের সময় ইসির হাতে নয়। এমন কোনো চ্যালেঞ্জ দেখছি না, যা নির্বাচনকে বাধাগ্রস্ত করে।’
এ সময় তিনি আরও বলেন, ‘স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয়। স্থানীয় নির্বাচন আগে করলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। স্থানীয় নির্বাচন নিয়ে চিন্তিত নয় ইসি। তবে যদি সরকার আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, সেটা করবে ইসি। সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব।’
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলেন বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে ইউএনডিপি।
এর আগে আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশি দূতদের এ বৈঠকে আলোচনা হয়।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :