চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কে পুশকনী এলাকায় ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি যাত্রী, বারিক বাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেস বেগম (৭০) , এ ঘটনায় আরেক সিএনজি যাত্রী নিহত হয়েছেন, তবে তাৎক্ষনিক ভাবে তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, কানসাট থেকে ছেড়ে যাওয়া ট্রলির সাথে, পুশকনী এলাকায় গোমস্তাপুর থেকে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ৭০ বছর বয়সী এক নারী ও আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষ মারা যান। তারা দুজনই সিএনজির যাত্রী ছিলেন। নারীর পরিচয় পাওয়া গেলেও নিহতহওয়া পুরুষ ব্যাক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীণ।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :