বাংলাদেশ ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের শনিবার সন্ধ্যায় আগরতলা শহরের এক অভিজাত হোটেলে সংবর্ধনা দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এর আগে শনিবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকরা ত্রিপুরা স্টেট মিউজিয়াম ও উজ্জ্বয়ন্ত প্রসাদের লাইট এন্ড সাউন্ডের মনোরম দৃশ্য উপভোগ করেছেন। বাংলাদেশ ঢাকা জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সম্পাদক শ্যামল দত্ত সহ সাংবাদিকদের একটা দল পূর্বাশায় গিয়ে ত্রিপুরার কুটির শিল্পের বিভিন্ন সামগ্রী দেখেন।
বেশ কিছু সামগ্রী ক্রয়ও করেছেন। সন্ধ্যায় মেয়েরের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা জাতীয় প্রেসক্লাবে সভানেত্রী বলেন, ৭১ সালের মুক্তি যুদ্ধে আগরতলা সহ ত্রিপুরা আমাদের যেভাবে সাহায্য করেছে আমাদের মনে হয় আজও সেই ঋণের সামান্যও শোধ করতে পারিনি।দুই দেশের মুক্তি যুদ্ধের স্মৃতি গুলো আরও আন্তরিক ভাবেই সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও বললেন তিনি।

বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিকদের সংবর্ধনা জানাতে পেরে আপ্লূত মেয়র দীপক মজুমদার বলেন, একটা কাটা তারের বেড়া আমাদের হৃদয়ের দূরত্ব বাড়াতে বাড়েনা। দুই পারের মানুষের শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বানিজ্য প্রসারে উভয় দিকের সাংবাদিকদের ইতিবাচক লেখালেখির ওপর জোর দিয়েছেন তিনি। শুক্রবার আগরতলা প্রেসক্লাবের আমন্ত্রণে রাজ্যে এসেছেন বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের ১৭ সদস্যের সাংবাদিকদের প্রতিনিধি দল।
শনিবার দ্বিতীয় দিনে প্রীতি ক্রিকেটসহ আগরতলার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন। রবিবার সকালে প্রতিনিধি দলটি মৈত্রী পার্ক দেখতে রাজনগর যাবেন।তাছাড়াও দক্ষিণ, গোমতী ও সিপাহীজলা জেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার কথা রয়েছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :