বাংলাদেশে কর্মরত ভারতের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব) এর পাঁচ সদস্য বিশিষ্ট নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
তারা হলেন দ্য ফ্রন্টলাইনের প্রতিনিধি হারুণ হাবীব, সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক ফরিদ হোসেন, ত্রিপুরার দৈনিক সংবাদের সোহরাব হাসান, সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ এবং বার্তা সংস্থা পিটিআই এর প্রতিনিধি আনিসুর রহমান।
শনিবার (২৬ আগষ্ট) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির সভায় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
ইমক্যাব সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন সহ- সভাপতি রাজীব খান, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান, কোষাধ্যক্ষ আবু আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ, সিয়াম সারোয়ার জামিল ও জাকির হোসেন।
একুশে সংবাদ/ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :