পৃথিবীতে কুকুরের মতো এমন প্রভুভক্ত প্রাণী খুব বেশি নেই। প্রভুভক্তির কারণে মানুষের কাছে কুকুর খুবই প্রিয়। এক সময় কুকুর গৃহপালিত ছিল না। এককালে অন্য বন্য প্রাণীর মতো তারাও থাকতো বনে-জঙ্গলে। গবেষকরা বলেন, জীবজন্তুদের মধ্যে কুকুরই প্রথম মানুষের বশ্যতা স্বীকার করেছিল। সেটা প্রায় ১৫ হাজার বছর আগে।

কুকুরের প্রভুভক্তির লক্ষণ টের পাওয়া যায় তার লেজ নাড়া দেখে। কিন্তু গবেষকদের মতে, কুকুর যখন বনেবাদাড়ে ঘুরে বেড়াতো, তখনো লেজ নাড়তো। তার মানে, লেজ নাড়ার অর্থ শুধু প্রভুভক্তি নয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, কুকুরের লেজ নাড়া আর চোখের দৃষ্টির নানা ভঙ্গি আসলে কুকুরের দলের মধ্যে ভাববিনিময়ের জন্য জন্মগত এক জটিল পদ্ধতি।
১. খুশি হলেও লেজ নাড়বে কুকুর।
২. যদি একটি কুকুর শক্ত হয়ে লেজ নাড়ায় তবে সে একটু ক্রোধান্বিত।
৩. পতাকার মতো সোজা করে যদি কুকুর লেজ নাড়ায় বুঝতে হবে সে খেলতে চাইছে। কিংবা কোনও বিষয়ে সে হঠাৎ উৎসাহী হয়েছে।
৪. কুকুরের লেজ যদি গুটিয়ে পায়ের কাছে নামানো থাকে বুঝতে হবে সে কোনও কিছু নিয়ে ভয়ে আছে বা উদ্বিগ্ন।
একুশে সংবাদ/ এসএডি