AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলি হামলা: রমজানের প্রথম দশ দিনে ৮৭৬ ফিলিস্তিনি নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০৩ এএম, ২২ মার্চ, ২০২৪
ইসরায়েলি হামলা: রমজানের প্রথম দশ দিনে  ৮৭৬ ফিলিস্তিনি নিহত

পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজায় ধারাবাহিক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা যখন পরিবারের স্বজনদের সঙ্গে রোজা পালন করছেন, তখন ইসরায়েলি বাহিনীর বোমা-গোলার আঘাতে প্রাণ হারাচ্ছেন উপত্যকাটিতে বসবাসরত শত শত ফিলিস্তিনি।

সংযুক্ত আরব আমিরাত মালিকানাধীন গণমাধ্যম দ্য ন্যাশনাল বলছে, বৃহস্পতিবার (২১ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের প্রথম ১০ দিন অর্থাৎ ১১ মার্চ ভোর থেকে ২১ মার্চ সন্ধ্যা পর্যন্ত উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হয়েছেন মোট ৮৭৬ জন ফিলিস্তিনি। একই সময় আহত হয়েছেন আরও ১ হাজার ৪২৮ জন।

বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। তাই নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। যদিও হতাহতদের মধ্যে কতজন বেসামরিক এবং কতজন হামাস যোদ্ধা- তা এখনো স্পষ্ট নয়।

রমজানের প্রথম দশ দিনে সবচেয়ে বেশি নিহত ও আহতের ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার (১৪ মার্চ)। এদিন ইসরায়েলি বাহিনীর হামলায় ১৪৯ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন ৩০০ জন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, রমজানের দ্বিতীয় সপ্তাহে গাজার আল শিয়া হাসপাতালে অভিযান চালিয়ে ৯০ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তবে রমজানের প্রথম ১০ দিনে হতাহত ফিলিস্তিনিদের যে পরিসংখ্যান উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় পেশ করেছে, তাতে আল-শিফা অভিযানে নিহতদের অন্তর্ভুক্ত করা হয়নি। বিবৃতিতে আইডিএফ বলছে, রমজানের গত ১০ দিনে গাজায় অভিযান চালানোর সময় নিহত হয়েছেন ৩ ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও ২২ জন।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত উপত্যকাটিতে ৩১ হাজার ৯৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনবরত এ হামলায় আহত হয়েছেন আরও ৭৪ হাজার ১৮৮ জন।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!