AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথমবারের মতো ঢাকা আসছেন পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৩২ পিএম, ২১ মার্চ, ২০২৫

প্রথমবারের মতো ঢাকা আসছেন পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ

পাকিস্তানি শিল্পীদের প্রতি বাংলাদেশের শ্রোতাদের আগ্রহ দিন দিন বাড়ছে, বিশেষ করে কনসার্টে অংশগ্রহণের জন্য। গত কিছু সময়ে ঢাকা মাতিয়েছেন তুমুল জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম, ব্যান্ড জাল, কাভিশ এবং আরও অনেক নামকরা শিল্পী। এবার ঈদের ঠিক পর পর, ঢাকায় গাইতে আসছেন জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ।

মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন-এর উদ্যোগে আয়োজিত কনসার্ট "মেলোডি আনলিশড" অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে, যা অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। এই কনসার্টে এক নতুন ধরনের সংগীত সন্ধ্যার অভিজ্ঞতা নিয়ে আসবেন মুস্তফা জাহিদ, যিনি তার হৃদয়স্পর্শী গান এবং শক্তিশালী কণ্ঠস্বরের মাধ্যমে লাখো ভক্তকে মুগ্ধ করেছেন। মুস্তফা জাহিদ এই কনসার্টে আসার খবরটি নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেছেন এবং একটি ভিডিও বার্তা দিয়েছেন।

মুস্তফা জাহিদ ভিডিও বার্তায় বলেন, হ্যালো বাংলাদেশের ভক্তরা। আমি আপনাদের সুন্দর দেশটিতে আসছি। আগামী ১১ এপ্রিল ঢাকায় আসছি। কনসার্টে দেখা হবে আপনাদের সবার সঙ্গে।

প্রসঙ্গত, মুস্তফা জাহিদ পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেছেন। তিনি বিখ্যাত রক ব্যান্ড ‍‍`জুনুন‍‍`-এর প্রাক্তন প্রধান গায়ক আলি আজমাত-এর ভাগ্নে এবং প্রয়াত সুফি গায়ক ইনায়াত হুসেন ভট্টির আত্মীয়। শৈশবে মুস্তফা কখনো ভাবেননি যে একদিন তিনি গায়ক হবেন। একটি কলেজ অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে কাজ করার সময় তার শিক্ষকরা তাকে গান গাইতে বলেন। প্রথমে একটু সংকোচ হলেও তিনি ‍‍`ভিগি ভিগি রাতোঁ মে‍‍` গানের কয়েকটি লাইন গেয়ে শোনান। এর পর থেকেই গানের প্রতি তার আগ্রহ বেড়ে যায় এবং ক্যারিয়ার শুরু হয়।

২০০৭ সালে মুস্তফা জাহিদের দুটি গান বলিউড সিনেমা ‘আওয়ারাপান’-এ ব্যবহৃত হয়েছিল। এরপর থেকে তিনি ‍‍`আশিকী ২‍‍` এবং ‍‍`এক ভিলেন‍‍` এর মতো জনপ্রিয় সিনেমার হিট গানে কণ্ঠ দিয়েছেন। বর্তমানে তিনি পাকিস্তানের শীর্ষ তিনটি সর্বাধিক অনুসৃত শিল্পীদের মধ্যে আছেন, স্পটিফাইয়ে তার অনুসরণকারী সংখ্যা ৫.৫ মিলিয়নেরও বেশি।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!