টেলিভিশন নাটকে গ্রাম্য চরিত্রায়নে জুড়ি নেই শাহনাজ খুশির। এ ধরনের চরিত্রে খুব জনপ্রিয় তিনি। এ অভিনেত্রীর পুরো পরিবারও অভিনয়ের সঙ্গে জড়িত। তার স্বামী বৃন্দাবন দাস একজন জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা। যমজ দু’সন্তান দিব্যজ্যোতি ও সৌম্যজ্যোতিকে নিয়ে তাদের সুখের সংসার। সন্তানরাও নিয়মিত অভিনয় করছেন ছোট পর্দার পাশাপাশি সিনেমাতেও।
সম্প্রতি খুশি-বৃন্দাবন দম্পতির ছেলে সৌম্যজ্যোতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বেলার কাহিনী নিয়ে নির্মিত সরকারি অনুদানের ‘দুঃসাহসী খোকা’তে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছে। দিব্যজ্যোতিও ওটিটি প্ল্যাটফরমে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে। পুরো পরিবারই অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে সম্প্রতি শাহনাজ খুশি অভিমান করে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে সরাসরি কারও নাম উল্লেখ না করে তিনি লেখেন, আপনার সবচেয়ে অযত্ন করবে, আপনি যাকে সবচেয়ে বেশি যত্ন করেছেন। আপনার সঙ্গে সেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করবে, যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন। আপনাকে সেই সবচেয়ে বেশি হতাশ করবে, যাকে আপনি সবচেয়ে বেশি সময় দিয়েছেন! তবে এটাও উজ্জ্বল সত্যি, অভিজ্ঞতা কেবল মানুষকে ভেঙে দেয় না, সমৃদ্ধও করে।
তবে অনেকেই ধারণা করছেন খুশি তার কাছের কোনো মানুষকে উদ্দেশ্য করে এমনটি লিখেছেন।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :