AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চটেছেন বর্ষা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:১০ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৩

চটেছেন বর্ষা

ঢালিউড নায়িকা বর্ষা। স্বামী অনন্ত জলিলের সিনেমা ছাড়া তেমন কোন সিনেমায় অভিনয় করতে দেখা যায়না তাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজে তার সাক্ষাৎকার, নানা মুহূর্তের ভিডিও ক্লিপ নিয়ে কন্টেন্ট তৈরি করে প্রচার করা হয়। এবার এমন কিছু পেজের ওপর এবার চটেছেন চিত্রনায়িকা বর্ষা।

 

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি তাহলে সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব।’

 

তিনি আরও লেখেন, ‘এটা নিয়ে এরইমধ্যে আমার আইনজীবী কাজ করছে। বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’

 

বর্ষার সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও সহমত পোষণ করেছে। তাদের মন্তব্য, তারকাদের জীবনেও প্রাইভেসি বলে কিছু থাকে। কোনোভাবে তাদের সম্মানহানি করা হলে অভিযুক্তদের শাস্তি পাওয়া উচিত।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!