AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাইরে যাওয়ার ভয়ে সিঙ্গেল মিমি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:১৯ পিএম, ১৪ মার্চ, ২০২৩

বাইরে যাওয়ার ভয়ে সিঙ্গেল মিমি

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন, প্রশংসাও পাচ্ছেন বেশ। মাঝে তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা গেলেও তিনি এখনও সঙ্গীহীন। তার সমসাময়িক অনেক অভিনেত্রীই সংসার পেতে ফেলেছেন। কেউবা আবার মা-ও হয়ে গিয়েছেন। এমনকি তার প্রিয় বন্ধু নুসরত জাহানও অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। কিন্তু মিমি এখনও কেনো সিঙ্গেল সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার ভক্ত-অনুরাগীদের মাথায়।

 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সঙ্গীহীন থাকার কারণ জানিয়ে মিমি বলেন, তিনি কাজ ছাড়া বাকি সময় পুরোটাই পরিবার এবং পোষ্যদের সঙ্গে কাটান। খুব বেশি বাইরেও যান না, পার্টি করেন না।

 

মিমি বলেন, ‍‍`সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্য নতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। যা আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনও আমার জীবনে কেউ আসেনি।‍‍`

 

নতুন সিনেমায় কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘রক্তবীজ’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে মিমিকে। থ্রিলারধর্মী এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রথমবার জুটিতে দেখা যাবে তাকে।

 

একুশে সংবাদ/এসএপি

Shwapno
Link copied!