AB Bank
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

চৌদ্দ বছর আগে দেখতে কেমন ছিল কারিনা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৩৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
চৌদ্দ বছর আগে দেখতে কেমন ছিল কারিনা

 

‘থ্রি ইডিয়টস’ (২০০৯)-এর সপ্রতিভ, হাসিখুশি পিয়াকে মনে রেখেছেন দর্শক। রাজকুমার হিরানি পরিচালিত ছবিতে পিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কপূর। আমির খানের সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান বিদু বিনোদ চোপড়া ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে প্রকাশ করা হয় কারিনার পুরনো ছবিগুলো।

প্রথম ছবিটিতে করিনার পরনে রয়েছে সবুজ কুর্তা, চুল বাঁধা পনিটেল কায়দায়। পরের ছবিটিতে অভিনেত্রীর লুক মহারাষ্ট্রের বাসিন্দার। অঙ্গে বেগনি রঙের শাড়ি, লাল ব্লাউজ়, কিছু অলঙ্কার আর চোখে চশমা।

 

 

তৃতীয় ছবিতে করিনার বেশভূষা কলেজ ছাত্রীর মতো। গোলাপি টপ, নীল স্কার্ফ আর কাঁধে একটি ব্যাগ। 

 

চতুর্থ ছবিটিতে করিনার চুল বব কাট, পরনে গোলাপি-সাদা কুর্তি। এই লুকটাই যেন পরে কাজে লাগানো হয়েছিল অনুষ্কা শর্মা অভিনীত পিকে-তে।

শেষ অবধি করিনা ছবিতে দেখা দেন কমলা টপ আর লালরঙা হেলমেটে।

 

ছবি ও অভিনেত্রীর অনুরাগীরা এই সব ছবি দেখে স্বাভাবিক ভাবেই স্মৃতিমেদুর হয়ে পড়েন। একজন অনুরাগী লেখেন, “অদেখা ছবিগুলি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। পিয়া সব সময়ই বিশেষ।”

 

ছবিতে র‍্যাঞ্চোর প্রেমে পড়ে পিয়া, কিন্তু র‍্যাঞ্চো তার প্রতিশ্রুতি পালন করতে গিয়ে ছেড়ে যায় পিয়া ও তার বন্ধুদের। অবশেষে তাকে লাদাখ থেকে খুঁজে পায় পিয়া ও তার বন্ধুরা। হয় মধুরেণ সমাপয়েৎ।

 

ঘটনাচক্রে, করিনার শেষ ছবি ‘লাল সিংহ চড্ডা’-তেও নায়ক ছিলেন আমির।

 

একুশে সংবাদ.কম/ম.জ.প্র/জাহাঙ্গীর