AB Bank
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

১৩ বছর পর সন্তানসহ প্রকাশ্যে এল জয়-রোমানার বিয়ের খবর


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৪৫ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ বছর পর সন্তানসহ প্রকাশ্যে এল জয়-রোমানার বিয়ের খবর

চিত্রনায়িকা রোমানা নীড়কে প্রায় ১৩ বছর আগে বিয়ে করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। আট মাস বয়সী এক সন্তানও রয়েছে এ দম্পতির। ছেলের নাম রাধ সাহামাত চৌধুরী আজমান।

 

২০১২ সালের ৩ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে হয় জয়-রোমানার। তবে এতদিন সেই খবর প্রকাশ্যে আসেনি। এ বিষয়ে চিত্রনায়ক বলেন, কাছের কিছু মানুষজন জানতেন বিষয়টি। তবে আমাদের সেভাবে প্রকাশ করা হয়নি বিয়ের কথা। কেউ কখনো সেভাবে জানতেও চায়নি।

 

  অভিনেত্রী রোমানা ও জয় সম্পর্কে খালাতো ভাই-বোন। পারিবারিক আয়োজনে বিয়ে হওয়ায় ধুমধাম করে জানানো সম্ভব হয়নি কাউকে। তবে ব্যক্তিগত বিষয় সামনে চলে আসলে অকারণেই অনেক গসিপ হয়। যা ব্যক্তিজীবনে প্রভাব ফেলে বলে জানান চিত্রনায়ক।

 

জয় বলেন, আমি কখনো চাই না আমার ব্যক্তিজীবন নিয়ে গসিপ হোক। আমার কাছের মানুষরা আমাকে যেমনটা জানেন, দর্শক-শুভাকাঙ্ক্ষীরাও যেভাবে জানেন, আমি চাই সেভাবেই তারা আমাকে জানুক। তারা যেভাবে ভালোবাসে আমায় সেই ভালোবাসাই ধরে রাখতে চাই আমি।

 

জয়-রোমানা জুটি হয়ে ‘ভালোবাসলে দোষ কি তাতে’ সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া এ দম্পতি অভিনীত ‘দোস্ত দুশমন’ নামে একটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়।

 

অভিনেত্রী রোমানা সিনেমার পাশাপাশি কয়েকটি নাটকেও অভিনয় করেছেন।

 

এদিকে চিত্রনায়ক জয় সম্প্রতিই ‘শেষ কথা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী কাজী জারা (রোমানা নীড়ের ছোট বোন)। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।

 

একুশে সংবাদ.কম/চ.ট/বি.এস