ঢাকা বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. পডকাস্ট

সুখবর দিলেন বুবলী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:২০ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
সুখবর দিলেন বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী ইতোমধ্যে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করে নিয়েছেন নিজেকে। সাবলীল অভিনয়ে দর্শক হৃদয়েও জায়গা করে নিয়েছেন তিনি।

 

  পর্দায় বুবলী মানেই দর্শক মনে অন্যরকম আনন্দ ও ভালো লাগা। এবার দর্শক ও ভক্তদের সুখবর দিলেন তিনি। সম্প্রতিই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘তুমি যেখানে আমি সেখানে’ নামে সিনেমাটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা দেবাশীষ বিশ্বাস।ম ইয়াসমিন বুবলী

 

সোমবার (৬ জানুয়ারি) সিনেমাটিতে চুক্তি স্বাক্ষর করেন বুবলী। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে নির্মাতা দেবাশীষ বলেন, এই সিনেমার প্রধান নারী চরিত্রের নাম বিজলী। চরিত্রটির সঙ্গে বেশ ভালো মানায় বুবলীকে। এ কারণে প্রথমে গল্প ও চরিত্র নিয়ে আলোচনা করি তার সঙ্গে। তার কাছেও গল্প ও চরিত্র ভালো লেগেছে।নম ইয়াসমিন বুবলী

 

দেবাশীষ বলেন, বুবলীর সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে। দর্শকদের কাছে আমাদের এই সিনেমা ভালো লাগবে।

 

এদিকে নায়িকা বুবলী জানিয়েছেন, দেবাশীষ বিশ্বাস ভালো একজন নির্মাতা। তার পরিচালনায় আমি প্রথমবার কাজ করতে যাচ্ছি। দর্শকদের কাছে আমাদের এই কাজটি উপভোগ্য হবে বলে  আমার বিশ্বাস।

 

একুশে সংবাদ.কম/চ.ট/বি.এস