এদিকে প্রথমবারের মতো বাবা শাকিব খানের অফিসে পা রেখেছেন শেহজাদ খান বীর। সেখানে গিয়ে দাবা খেলায় মেতে ওঠে এই স্টারকিড। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে তারই বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন বুবলি। সেখানে নাযিকা জানিয়েছেন, দাবাই নাকি শেহজাদের প্রিয় খেলা।
বাবা শাকিব খানের চেয়ারে বসা সাতটি ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘দাবা খেলা শেহজাদ স্যারের ভীষণ প্রিয়, সে তার নিজের স্টাইলে খেলে।’মুহূর্তের মধ্যে ভাইরাল হয় যায় শাকিব-পুত্রের সে ছবি। শেহজাদকে শুভ কামনা জানায় নেটিজেনরা।
গত বছরের ২৭ সেপ্টেম্বর বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপরই রহস্য ডানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলী সত্যিই মা হয়েছেন? এরপরই শাকিব-বুবলী দুজনেই সন্তানের কথা স্বীকার করে নেন।
২০১৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-বুবলী। যদিও তারকা এ জুটির সংসার গত বছর ভেঙে গেছে। এ কথা শাকিব খান একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট করেই জানিয়েছেন। তবে বুবলী এখনো তার সংসার ভাঙা নিয়ে মুখ খোলেননি।
অন্য দিকে কলকাতা বইমেলা উপলক্ষে অপু বিশ্বাস এখন ওপাড় বাংলায়। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন নতুন করে সংসারে ফেরার করার ইঙ্গিত দেন।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :